আবার অগ্নিকাণ্ড কলকাতা। শনিবার দুপুরে শহরের আনন্দপুরের গুলশান কলোনি এলাকায় ভয়াবহ আগুন লাগে একটি চামড়ার জুতো তৈরির কারখানায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আশঙ্কা করা হচ্ছে, শিখা আরও বাড়তে পারে আশপাশের বাড়ি ও দোকানে।
স্থানীয় সূত্রে খবর, প্রথমে এলাকাবাসীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে থাকায় খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। খবর পেয়ে প্রাথমিকভাবে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনে আরও ইঞ্জিন মোতায়েন করা হতে পারে বলে দমকল সূত্রে জানানো হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, “আগুন নিয়ন্ত্রণে আনাই এখন আমাদের প্রধান লক্ষ্য। তার পরেই স্পষ্ট হবে কী ভাবে আগুন লাগল এবং কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না।”
ঘটনাস্থলে আতঙ্কিত স্থানীয়রা বারবার আশঙ্কা প্রকাশ করছেন যে ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হলে বড়সড় বিপদ ঘটতে পারে।
আরও পড়ুন: সোমবার থেকে পুরোদমে চালু হচ্ছে তিন নতুন মেট্রো রুট, জেনে নিন সময়সূচি