প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের পর সোমবার থেকে চালু হচ্ছে কলকাতার সবুজ, কমলা ও হলুদ মেট্রোর নতুন রুট। সময়সূচি ও পরিষেবার বিস্তারিত দেখে নিন।
সবুজ লাইন (হাওড়া ময়দান ↔ সল্টলেক সেক্টর V)
- সোম–শনি: প্রতিদিন মোট ১৮৬টি পরিষেবা (দুই দিক থেকে ৯৩টি করে)
ব্যবধান: ৮ মিনিট
- প্রথম ট্রেন:
- হাওড়া ময়দান থেকে সকাল ৬:৩০ এ
- সল্টলেক সেক্টর V থেকে সকাল ৬:৩২ এ
- হাওড়া ময়দান থেকে সকাল ৬:৩০ এ
- শেষ ট্রেন:
- হাওড়া ময়দান থেকে রাত ৯:৪৫ এ
- সল্টলেক সেক্টর V থেকে রাত ৯:৪৭ এ
- হাওড়া ময়দান থেকে রাত ৯:৪৫ এ
- প্রথম ট্রেন:
- রবিবার: মোট ১০৪টি পরিষেবা (দুই দিক থেকে ৫২টি করে)
ব্যবধান: ১৫ মিনিট
- প্রথম ট্রেন:
- হাওড়া ময়দান থেকে সকাল ৯:০০ এ
- সল্টলেক সেক্টর V থেকে সকাল ৯:০২ এ
- হাওড়া ময়দান থেকে সকাল ৯:০০ এ
- শেষ ট্রেন:
- সল্টলেক সেক্টর V থেকে রাত ৯:৪৫ এ
- হাওড়া ময়দান থেকে রাত ৯:৪৭ এ
- সল্টলেক সেক্টর V থেকে রাত ৯:৪৫ এ
- প্রথম ট্রেন:
কমলা লাইন (কবি সুভাষ ↔ বেলেঘাটা)
- সোম–শুক্র: প্রতিদিন মোট ৬০টি পরিষেবা (দুই দিক থেকে ৩০টি করে)
ব্যবধান: ২৫ মিনিট
- প্রথম ট্রেন:
- কবি সুভাষ থেকে সকাল ৮:০০ এ
- বেলেঘাটা থেকে সকাল ৮:০০ এ
- কবি সুভাষ থেকে সকাল ৮:০০ এ
- শেষ ট্রেন:
- কবি সুভাষ থেকে রাত ৮:০৫ এ
- বেলেঘাটা থেকে রাত ৮:০৫ এ
- কবি সুভাষ থেকে রাত ৮:০৫ এ
- প্রথম ট্রেন:
- শনিবার–রবিবার: পরিষেবা থাকবে না
হলুদ লাইন (নোয়াপাড়া ↔ জয়হিন্দ বিমানবন্দর)
- সোম–শুক্র: প্রতিদিন মোট ১২০টি পরিষেবা (দুই দিক থেকে ৬০টি করে)
ব্যবধান: ১০–১৫ মিনিট
- প্রথম ট্রেন:
- নোয়াপাড়া থেকে সকাল ৭:৫৮ এ
- জয়হিন্দ বিমানবন্দর থেকে সকাল ৭:৫৮ এ
- নোয়াপাড়া থেকে সকাল ৭:৫৮ এ
- শেষ ট্রেন:
- নোয়াপাড়া থেকে রাত ৮:০০ এ
- জয়হিন্দ বিমানবন্দর থেকে রাত ৮:০০ এ
- নোয়াপাড়া থেকে রাত ৮:০০ এ
- প্রথম ট্রেন:
- শনিবার–রবিবার: পরিষেবা থাকবে না
একনজরে
- সবুজ লাইনে সর্বাধিক পরিষেবা ও রবিবারও চলাচল
- কমলা ও হলুদ লাইন শুধুমাত্র সোম–শুক্র
- যাত্রীদের সুবিধার্থে ব্যবধান নির্দিষ্ট রাখা হয়েছে
আরও পড়ুন: সল্টলেকে নতুন ১৪টি পার্কিং জোন, চালু হচ্ছে কড়া নিয়ম— ১৫ মিনিটের বেশি রাস্তায় গাড়ি রাখা যাবে না