Homeখবরকলকাতাবাংলা ভাষায় দোকানপাটের সাইনবোর্ড বাধ্যতামূলক, বার্তা মেয়র ফিরহাদ হাকিমের, পুর অধিবেশনেও জবাব...

বাংলা ভাষায় দোকানপাটের সাইনবোর্ড বাধ্যতামূলক, বার্তা মেয়র ফিরহাদ হাকিমের, পুর অধিবেশনেও জবাব বাংলাতে

প্রকাশিত

কলকাতা: শহরের বুকে বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে ফের সক্রিয় হল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিলেন, শহরের সব দোকান, রেস্তরাঁ-সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক।

শুক্রবার ‘টক টু দ্য মেয়র’ অনুষ্ঠানের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র জানান, অনেক দোকানে এখনও শুধুমাত্র ইংরেজি, হিন্দি বা অসমীয়া ভাষায় হোর্ডিং লাগানো হচ্ছে। অথচ বাংলা লেখা নেই। এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি পুরসভার আধিকারিকদের।

উল্লেখ্য, গত বছরই কলকাতা পুরসভা একটি নির্দেশিকা জারি করে জানিয়েছিল, ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারির মধ্যে সব বাণিজ্যিক সাইনবোর্ডে বাংলাকে স্থান দিতে হবে। ইংরেজি বা অন্য ভাষা থাকলেও বাংলা থাকা বাধ্যতামূলক।

শুক্রবার পুরসভার বৈঠকে পুরো কাজকর্ম বাংলাতেই সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ফের একটি ‘ভাষা আন্দোলনের’ ডাক দিয়েছেন। সেই প্রেক্ষিতেই এদিনের বৈঠকে বাংলার উপর বিশেষ জোর ছিল।

তবে পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় এদিন ইংরেজিতে প্রশ্ন তোলেন, মূলত জলের পাইপলাইন লিক, জল সরবরাহে ব্যাঘাত এবং শ্রমিক ঘাটতির মতো নাগরিক সমস্যা নিয়ে। তখন চেয়ারপার্সন মালা রায় মেয়রকে বলেন, উত্তর যেন বাংলাতেই দেওয়া হয়।

মেয়র ফিরহাদ হাকিম পরে জানান, ‘‘কাউন্সিলর ইংরেজিতে প্রশ্ন করলেও আমি বাংলা, আমার মাতৃভাষাতেই উত্তর দিয়েছি।’’

আরও পড়ুন: প্রথম বিধবা বিবাহ’-এর স্মৃতিবাড়িকে হেরিটেজ ঘোষণায় বিরতি, মধুসূদনের বাড়ি বিতর্কে সতর্ক কলকাতা পুরসভা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।

ঢাকুরিয়া সর্বজনীনে ‘কাবুলিওয়ালা’, পুজো মণ্ডপে সম্পর্কের আবেগঘন গল্প

রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘কাবুলিওয়ালা’ থিমে ঢাকুরিয়া সর্বজনীনের দুর্গাপুজো। রহমত ও মিনির সম্পর্কের আবেগঘন কাহিনি ফুটে উঠবে মণ্ডপে।

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...

এশিয়া কাপ: নিয়মরক্ষার ম্যাচে ভারতকে প্রায় ঘোল খাইয়ে ছাড়ল ওমান

ভারত: ১৮৮-৮ (সঞ্জু স্যামসন ৫৬, অভিষেক শর্মা ৩৮, মহম্মদ নাদিম ২-১৯, শাহ ফয়জল ২-২৩) ওমান:...

আরও পড়ুন

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।