শিয়ালদহ স্টেশনে প্ল্যাটফর্ম বিভাজন কার্যকর হওয়ার পর এবার বিধাননগর ও দমদম স্টেশনেও নতুন প্ল্যাটফর্ম ব্যবস্থা চালু করল পূর্ব রেল। রেল কর্তৃপক্ষের দাবিতে, এই বদলে যাত্রীদের সুবিধা বাড়বে, পাশাপাশি ট্রেন অপারেশন আরও স্বচ্ছন্দ হবে। ব্যস্ত সময়ে প্ল্যাটফর্মের ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল সূত্র।
বিধাননগর স্টেশনে শিয়ালদহ থেকে ব্যারাকপুরমুখী সব ট্রেন দাঁড়াবে ১ নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদহ থেকে দমদম ক্যান্টনমেন্ট, ডানকুনি ও দমদম জংশনগামী ট্রেন, আপ মেইন লাইনের প্যাসেঞ্জার ও এমইএমইউ—সবই দাঁড়াবে ২ নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদহ বা কলকাতা স্টেশন থেকে ছাড়ার সব এক্সপ্রেসও ২ নম্বর প্ল্যাটফর্মেই থামবে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগরগামী (৩.২০), কাটোয়া (৮.০৬) এবং কৃষ্ণনগরগামী এসি (৯.৪৮) ট্রেন—সবকটিই দাঁড়াবে ২ নম্বর প্ল্যাটফর্মে। অন্যদিকে, শিয়ালদহ থেকে বারুইপাড়া (রাত ৮.৪২) ও বনগাঁগামী (রাত ৯.০৪) ট্রেন থামবে ১ নম্বর প্ল্যাটফর্মে।
দমদম স্টেশনে শিয়ালদহ থেকে ব্যারাকপুরগামী ট্রেন দাঁড়াবে ১ নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদহ থেকে দমদম ক্যান্টনমেন্ট, ডানকুনি ও দমদম জংশনগামী ট্রেন—সবই থামবে ৩ নম্বর প্ল্যাটফর্মে। আপ মেইন লাইনের প্যাসেঞ্জার, এমইএমইউ এবং কলকাতা স্টেশন থেকে ছাড়ার সব প্যাসেঞ্জার ট্রেনও ৩ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। শিয়ালদহ বা কলকাতা থেকে ছাড়ার সব এক্সপ্রেস ট্রেনও এই প্ল্যাটফর্মে থামবে। ব্যারাকপুরগামী সার্কুলার লাইনের সাব-আরবান ট্রেন (ভায়া দমদম জংশন) থামবে ৪ নম্বর প্ল্যাটফর্মে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর (৩.২০), কাটোয়া (৮.০৬), কৃষ্ণনগর এসি (৯.৪৮) ট্রেনগুলিও থামবে ৩ নম্বর প্ল্যাটফর্মে। রাতে বারুইপাড়া (৮.৪২) ও বনগাঁ (৯.০৪)-গামী ট্রেন দাঁড়াবে ১ নম্বর প্ল্যাটফর্মে।
বিধাননগর ও দমদম—উভয়ই শহরের অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ লোকাল স্টেশন। ফলে ট্রেনের গতি বজায় রাখতে এবং যাত্রী চাপ নিয়ন্ত্রণে এই বিশেষ প্ল্যাটফর্ম ব্যবস্থাকে রেল কর্তৃপক্ষ কার্যকরী মনে করছে। যাত্রীদের সুবিধার্থে নতুন ব্যবস্থা ইতিমধ্যেই চালু হয়েছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।


