Homeখবরকলকাতাজন্মের শতবর্ষে তপন সিংহ, রাজ কপূর ও সলিল চৌধুরীকে স্মরণ করা হল ঢাকুরিয়া...

জন্মের শতবর্ষে তপন সিংহ, রাজ কপূর ও সলিল চৌধুরীকে স্মরণ করা হল ঢাকুরিয়া চলচ্চিত্র উৎসবে    

প্রকাশিত

কলকাতা: ঢাকুরিয়া তরুণ মহলের উদ্যোগে দ্বিতীয় ঢাকুরিয়া চলচ্চিত্র উৎসব শেষ হল রবিবার। তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল ৭ ফেব্রুয়ারি শুক্রবার।

এ বারের চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হয়েছিল বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিংহ ও রাজ কপূর এবং প্রখ্যাত সংগীতকার সলিল চৌধুরীর উদ্দেশে। উল্লেখ্য, গত বছরে অক্টোবরে তপন সিংহের এবং ডিসেম্বরে রাজ কপূরের জন্মের শতবর্ষ পূর্ণ হল। আর চলতি ২০২৫-এর নভেম্বরে সলিল চৌধুরীর জন্মের শতবর্ষ পূর্ণ হবে।

তপন সিংহ, সলিল চৌধুরী এবং রাজ কপূরকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী।

চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলেশ্বর মুখার্জি, অরিন্দম শীল, শমীক বন্দ্যোপাধ্যায়, অর্ঘ্যকমল মিত্র, কল্যাণী মণ্ডল, প্রবুদ্ধ ব্যানার্জি, সুদেষ্ণা রায়, বৈজয়ন্ত চক্রবর্তী, স্থানীয় কাউন্সিলর মধুচ্ছন্দা দেব প্রমুখ।

উৎসবের প্রথম দিনে তপন সিনহাকে নিয়ে রাজা সেনের তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সলিল চৌধুরীকে নিয়ে স্মৃতিচারণা করেন কল্যাণ সেন বরাট। তিনি সংগীতও সংগীত পরিবেশন করেন। ক্যালকাটা কয়্যারও সংগীত পরিবেশন করে। ওই দিন তপন সিংহের ‘গল্প হলেও সত্যি’ দেখানো হয়।

৮ ফেব্রুয়ারি বসেছিল আলোচনাসভা। বিষয় ছিল – চলচ্চিত্র উৎসব কি সাধারণ দর্শককে দূরে সরিয়ে দেয়? আলোচনায় যোগ দেন ঊর্ভি মুখোপাধ্যায়, অর্ঘ্যকমল মিত্র, বৈজয়ন্ত চক্রবর্তী এবং সুদেষ্ণা রায়। সঞ্চালনা করেন অমিতাভ নাগ। সে দিন প্রদর্শিত হয় তপন সিংহের আরও দুটো ছবি – ‘আতঙ্ক’ এবং ‘ঝিন্দের বন্দি’।  

৮ ফেব্রুয়ারি বসেছিল আলোচনাসভা।

৯ ফেব্রুয়ারি উৎসবের শেষ দিনে কলকাতা শহরের সিঙ্গল স্ক্রিন সিনেমা হলের মালিকদের সম্মাননা জানানোর ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন বসুশ্রী হলের বর্তমান কর্ণধার এবং প্রাচী সিনেমা হলের প্রতিনিধি। ওই দিন দেখানো হয় রাজ কপূর অভিনীত ‘জাগতে রহো’ এবং তপন সিংহের ‘আপনজন’।

চলচ্চিত্র উৎসবে তপন সিংহ, সলিল চৌধুরী এবং রাজ কপূরকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল।

ছবি: রাজীব বসু।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্বামীজির জন্মদিনের পুণ্য প্রভাতে বালির ইটভাটার শ্রমিকদের হাতে কম্বল তুলে দিল ‘গড়িয়া সহমর্মী সোসাইটি’

সুব্রত গোস্বামী ১২ জানুয়ারি বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী, ভারতমায়ের অমৃতসন্তান স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল।...

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

আরও পড়ুন

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।