Homeখবরকলকাতাবুধবার ১২ ঘণ্টা বন্‌ধ ডাকল বিজেপি, জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বলল নবান্ন

বুধবার ১২ ঘণ্টা বন্‌ধ ডাকল বিজেপি, জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বলল নবান্ন

প্রকাশিত

কলকাতা: মঙ্গলবার নবান্ন অভিযানে ‘পুলিশি অত্যাচারের’ প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্‌ধ ডাকল বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত সাধারণ ধর্মঘটে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে অনুরোধ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।    

নবান্ন অভিযানের আয়োজক ‘ছাত্র সমাজ’-এর পাশে সরাসরি দাঁড়িয়ে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বাংলা বন্‌‌ধের কথা ঘোষণা করলেন সুকান্তবাবু। তিনি জানান, আগামী পরশু থেকে তাঁরা ধর্না শুরু করবেন। আগামী ৩০ আগস্ট বিজেপি মহিলা মোর্চার ডাকে পথে নামার জন্য মহিলাদের প্রতি আবেদন জানান তিনি।  

এদিকে বিজেপির ডাকা বাংলা বন্‌ধে জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে। সরকারের তরফে স্পষ্ট বার্তায় বলা হয়েছে, বাংলার জনগণ যেন বন্‌ধ পালন না করেন। তাঁরা যেন জনজীবন স্বাভাবিক রাখেন। বুধবার বিভিন্ন দফতরে নিয়মমাফিক হাজিরা দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের প্রতি নির্দেশ জারি করেছে নবান্ন। বেসরকারি পরিবহণ সংগঠনগুলিকে বুধবার যান চলাচল স্বাভাবিক রাখতে বলা হয়েছে। সমস্ত পরিববহণের চলাচল স্বাভাবিক রাখার রাখার জন্য আইনানুগ পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার নবান্ন অভিযানে ‘ছাত্র’দের বিক্ষোভে লাঠি চালায় পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস, জলকামান। মঙ্গলবার সকাল থেকেই শহর জুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়। ‘নবান্ন’ ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে। শহরের বিভিন্ন জায়গায় বসানো হয় গার্ডরেল এবং কন্টেনার। সাঁতরাগাছি, হাওড়া সেতুতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন মিছিলকারীরা। মিছিল থেকে স্লোগান ওঠে, ‘‘দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ।’’ পরিস্থিতি সামাল দিতে পুলিশ জলকামান চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা।

এই পরেই সরাসরি ‘ছাত্র সমাজ’-এর পাশে দাঁড়ায় রাজ্য বিজেপি। তারা নবান্ন অভিযানে ‘পুলিশি অত্যাচারের’ প্রতিবাদে বাংলা বন্‌‌ধের ডাক দেয়। বিজেপির ঘোষণার এই আধ ঘণ্টার মধ্যেই ‘নবান্ন’-এ সাংবাদিক বৈঠক করে সরকারি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

বৃষ্টি মাথায় করে বামেদের লালবাজার অভিযান, পুলিশি তলবে গেলেন মিনাক্ষী সহ ৭ নেতাকর্মী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।