Homeখবরকলকাতাবুধবার ১২ ঘণ্টা বন্‌ধ ডাকল বিজেপি, জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বলল নবান্ন

বুধবার ১২ ঘণ্টা বন্‌ধ ডাকল বিজেপি, জীবনযাত্রা স্বাভাবিক রাখতে বলল নবান্ন

প্রকাশিত

কলকাতা: মঙ্গলবার নবান্ন অভিযানে ‘পুলিশি অত্যাচারের’ প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বন্‌ধ ডাকল বিজেপি। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত সাধারণ ধর্মঘটে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে অনুরোধ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।    

নবান্ন অভিযানের আয়োজক ‘ছাত্র সমাজ’-এর পাশে সরাসরি দাঁড়িয়ে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বাংলা বন্‌‌ধের কথা ঘোষণা করলেন সুকান্তবাবু। তিনি জানান, আগামী পরশু থেকে তাঁরা ধর্না শুরু করবেন। আগামী ৩০ আগস্ট বিজেপি মহিলা মোর্চার ডাকে পথে নামার জন্য মহিলাদের প্রতি আবেদন জানান তিনি।  

এদিকে বিজেপির ডাকা বাংলা বন্‌ধে জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে। সরকারের তরফে স্পষ্ট বার্তায় বলা হয়েছে, বাংলার জনগণ যেন বন্‌ধ পালন না করেন। তাঁরা যেন জনজীবন স্বাভাবিক রাখেন। বুধবার বিভিন্ন দফতরে নিয়মমাফিক হাজিরা দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের প্রতি নির্দেশ জারি করেছে নবান্ন। বেসরকারি পরিবহণ সংগঠনগুলিকে বুধবার যান চলাচল স্বাভাবিক রাখতে বলা হয়েছে। সমস্ত পরিববহণের চলাচল স্বাভাবিক রাখার রাখার জন্য আইনানুগ পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার নবান্ন অভিযানে ‘ছাত্র’দের বিক্ষোভে লাঠি চালায় পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস, জলকামান। মঙ্গলবার সকাল থেকেই শহর জুড়ে কড়া নিরাপত্তা জারি করা হয়। ‘নবান্ন’ ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে। শহরের বিভিন্ন জায়গায় বসানো হয় গার্ডরেল এবং কন্টেনার। সাঁতরাগাছি, হাওড়া সেতুতে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন মিছিলকারীরা। মিছিল থেকে স্লোগান ওঠে, ‘‘দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ।’’ পরিস্থিতি সামাল দিতে পুলিশ জলকামান চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। ছত্রভঙ্গ হয়ে যান বিক্ষোভকারীরা।

এই পরেই সরাসরি ‘ছাত্র সমাজ’-এর পাশে দাঁড়ায় রাজ্য বিজেপি। তারা নবান্ন অভিযানে ‘পুলিশি অত্যাচারের’ প্রতিবাদে বাংলা বন্‌‌ধের ডাক দেয়। বিজেপির ঘোষণার এই আধ ঘণ্টার মধ্যেই ‘নবান্ন’-এ সাংবাদিক বৈঠক করে সরকারি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

বৃষ্টি মাথায় করে বামেদের লালবাজার অভিযান, পুলিশি তলবে গেলেন মিনাক্ষী সহ ৭ নেতাকর্মী

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

নভেম্বর থেকে বড় পরিবর্তন! স্কুল ফি, ওয়ালেট রিচার্জে নতুন চার্জ চালু করল SBI কার্ড

নভেম্বর ১ থেকে SBI কার্ডে বড়সড় পরিবর্তন। স্কুল ও কলেজ ফি, ডিজিটাল ওয়ালেট রিচার্জে লাগবে অতিরিক্ত ১% চার্জ। জেনে নিন নতুন নিয়মে কী কী পরিবর্তন এসেছে এবং কীভাবে বাঁচবেন বাড়তি খরচ থেকে।

রবিবার শাহরুখ খানের ৬০, বলিউড বাদশার প্রশংশায় পঞ্চমুখ হলিউডের কোন সুপারস্টার?

খবর অনলাইন ডেস্ক: ৬০ বছর পূর্ণ হল বলিউডের কিং খানের। রবিবার ২ নভেম্বর শাহরুখ...

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ...

আরও পড়ুন

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।