পাটুলিতে রহস্যজনকভাবে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃত্যু। মৃতার নাম মালবিকা মৈত্র (৭২)। বুধবার দুপুরে তাঁর ঘর থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন। দমকল ও পুলিশ এসে দরজা ভেঙে বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃদ্ধা খাটের উপর পড়েছিলেন এবং শুধুমাত্র তাঁর দেহ ও খাটই আগুনে পুড়েছিল। বৃদ্ধার মুখে বালিশ চাপা দেওয়া ছিল, যা মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যাসাগর কলোনির একটি ফ্ল্যাটে ছেলে অভিষেক মৈত্রের সঙ্গে ভাড়া থাকতেন বৃদ্ধা। ঘটনার সময় ফ্ল্যাটের সদর দরজায় বাইরে থেকে তালা মারা ছিল। ঘটনার পর থেকেই অভিষেকের খোঁজ পাওয়া যাচ্ছে না, ফোনেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ও সায়েন্টিফিক উইং তদন্ত শুরু করেছে। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।