Homeখবরকলকাতাবন্ডেল গেটে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, আতঙ্ক ছড়াল আবাসিক এলাকায়

বন্ডেল গেটে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, আতঙ্ক ছড়াল আবাসিক এলাকায়

প্রকাশিত

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার বিকেল চারটে নাগাদ বন্ডেল গেটের কাছে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘দেজ মেডিক্যাল’-এর কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কালো ধোঁয়া উঠতে দেখা যায়, এরপরই বিস্ফোরণের শব্দ ও আগুনের তীব্রতা বাড়তে থাকে। কারখানার ভিতরে বিপুল পরিমাণ রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে, বিশেষত কারখানার চারপাশের আবাসিক এলাকাগুলিতে।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত দমকলকর্মীরা কারখানার মূল অংশে প্রবেশ করতে পারেননি। আগুনের তীব্রতা এতটাই বেশি যে কাছাকাছি আসাও মুশকিল হয়ে পড়ছে।

কারখানার পাশেই রয়েছে একাধিক আবাসিক বহুতল। সেই সব ভবনের ছাদে উঠে জল ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মীরা। বন্ডেল গেট চত্বরে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের একাংশকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

আগুনের উৎসস্থলে এখনও পৌঁছনো যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট বা রাসায়নিক বিক্রিয়ার জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই, তবে দমকল ও পুলিশ দু’পক্ষই সতর্ক অবস্থায় রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন নেভাতে আরও সময় লাগবে, কারণ ভিতরে থাকা রাসায়নিক পদার্থগুলির কারণে আগুন ক্রমাগত নতুন জায়গায় ছড়াচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।