Homeখবরকলকাতাবন্ডেল গেটে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, আতঙ্ক ছড়াল আবাসিক এলাকায়

বন্ডেল গেটে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, আতঙ্ক ছড়াল আবাসিক এলাকায়

প্রকাশিত

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার বিকেল চারটে নাগাদ বন্ডেল গেটের কাছে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘দেজ মেডিক্যাল’-এর কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কালো ধোঁয়া উঠতে দেখা যায়, এরপরই বিস্ফোরণের শব্দ ও আগুনের তীব্রতা বাড়তে থাকে। কারখানার ভিতরে বিপুল পরিমাণ রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে, বিশেষত কারখানার চারপাশের আবাসিক এলাকাগুলিতে।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন। তবে এখনও পর্যন্ত দমকলকর্মীরা কারখানার মূল অংশে প্রবেশ করতে পারেননি। আগুনের তীব্রতা এতটাই বেশি যে কাছাকাছি আসাও মুশকিল হয়ে পড়ছে।

কারখানার পাশেই রয়েছে একাধিক আবাসিক বহুতল। সেই সব ভবনের ছাদে উঠে জল ফেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকলকর্মীরা। বন্ডেল গেট চত্বরে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দাদের একাংশকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।

আগুনের উৎসস্থলে এখনও পৌঁছনো যায়নি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট বা রাসায়নিক বিক্রিয়ার জেরে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই, তবে দমকল ও পুলিশ দু’পক্ষই সতর্ক অবস্থায় রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দমকল সূত্রে জানানো হয়েছে, আগুন নেভাতে আরও সময় লাগবে, কারণ ভিতরে থাকা রাসায়নিক পদার্থগুলির কারণে আগুন ক্রমাগত নতুন জায়গায় ছড়াচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুজোয় উত্তর ভারত ভ্রমণে স্বস্তি, উত্তরবঙ্গ-সিকিমেও দুর্যোগের আশঙ্কা নেই

পুজোর ছুটিতে উত্তর ভারত বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে স্বস্তির খবর। পঞ্জাব, কাশ্মীর, হিমাচল থেকে বিদায় নেবে বর্ষা। উত্তরবঙ্গ ও সিকিমে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই।

মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্কের ‘বিন্যাস’ বোনা হচ্ছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দর পুজোয়

কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) দুর্গাপুজোয় এবছর থিম ‘বিন্যাস’। শিল্পী কৃশানু পালের ভাবনায় ফুটে উঠবে মানুষ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ক।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসমের কণ্ঠ, অসমিয়ার প্রাণ শিল্পী জুবিন গার্গ আর নেই।...

মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই ক্ষতিগ্রস্ত মস্তিষ্ক! কৃত্রিম শর্করাতেও লুকিয়ে ভয়ঙ্কর বিপদ

সাম্প্রতিক গবেষণায় দাবি, মাত্র ৪ দিন ভাজাভুজি খেলেই মস্তিষ্কের কার্যকারিতা নষ্ট হতে শুরু করে। অন্য গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা মস্তিষ্ককে আগেভাগেই বুড়িয়ে দেয়, প্রসেসড খাবার বাড়ায় কিডনি রোগের ঝুঁকি।

আরও পড়ুন

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।