Homeখবরকলকাতাবন্ধ হয়ে গেল বাংলায় ব্রিটানিয়ার একমাত্র কারখানা, অথৈ জলে অস্থায়ী কর্মীরা

বন্ধ হয়ে গেল বাংলায় ব্রিটানিয়ার একমাত্র কারখানা, অথৈ জলে অস্থায়ী কর্মীরা

প্রকাশিত

কলকাতার তারাতলায় অবস্থিত ব্রিটানিয়া কারখানার দরজা আজীবনের মতো বন্ধ হয়ে গেল সোমবার। এ ঘটনার ফলে চাকরি হারালেন শতাধিক স্থায়ী কর্মী এবং ২৫০ জন অস্থায়ী কর্মী। শতবর্ষেরও বেশি পুরনো এই কারখানা বন্ধ হয়ে যাওয়া শুধু কর্মীদের জন্যই নয়, বাঙালির আবেগের উপরেও একটি বড় আঘাত।

বিখ্যাত বিজ্ঞাপন ‘দাদু খায়, নাতি খায়’-এর মাধ্যমে ব্রিটানিয়া বহুদিন ধরে বাঙালির ঘরের একটি অংশ হয়ে উঠেছিল। কিন্তু আজ তা স্মৃতি হিসাবেই থেকে গেল। সংস্থার পক্ষ থেকে কারখানার স্থায়ী কর্মীদের এককালীন ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রদান করা হয়েছে, তবে অস্থায়ী কর্মীরা কোনও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ।

তারাতলার ব্রিটানিয়া কারখানাটি বছরে গড়ে ২৫০০ টনেরও বেশি বিস্কুট এবং অন্যান্য স্ন্যাকস উৎপাদন করত। গত দুই মাস ধরে কারখানার উৎপাদন কার্যত বন্ধের মুখে ছিল। এই পরিস্থিতির কারণে কর্মীরা অশনি সংকেত পেয়েছিলেন, তবে কেউ ভাবতে পারেননি এত দ্রুত কারখানা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সোমবার সকালে অন্যান্য দিনের মতোই নির্দিষ্ট সময়ে কারখানায় পৌঁছে গেটে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিস দেখে কর্মীরা হতবাক হয়ে যান।

কলকাতার একমাত্র ব্রিটানিয়া কারখানা বন্ধ হয়ে যাওয়ার পেছনে কী কারণ তা নিয়ে কর্তৃপক্ষ এখনও মুখ খোলেনি। ব্যবসায়িক মন্দা নাকি শ্রমিক সমস্যা, কোন কারণেই কারখানা বন্ধ হল তা স্পষ্ট নয়। শ্রমিকদের একাংশের মতে, ব্যবসায়িক দিক থেকে ব্রিটানিয়া এখনও বাংলার বাজারে অন্য যে কোনও সংস্থার চেয়ে অনেকটাই এগিয়ে।

কারখানার সূত্রে জানা গেছে, স্থায়ী কর্মীদের ১৮ থেকে ২২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। কিন্তু এক কানাকড়িও পাননি অস্থায়ী কর্মীরা। এই বৈষম্যের কারণে অস্থায়ী কর্মীরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেছেন। তাদের দাবি, ক্ষতিপূরণের যথাযথ ব্যবস্থা না করা হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

ব্রিটানিয়ার তারাতলা কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা বাংলার শিল্পমহলে দুশ্চিন্তার মেঘ ঘনিয়েছে। কর্মহীন শতাধিক স্থায়ী ও ২৫০ জন অস্থায়ী কর্মীর জীবনে অনিশ্চয়তা নেমে এসেছে, যার ফলে নতুন করে প্রশ্ন উঠেছে বাংলার কর্মসংস্থান ও শিল্পের ভবিষ্যৎ নিয়ে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিহার এক্সিট পোল: এনডিএ জয়ের ভবিষ্যদ্বাণীর ভিড়ে ব্যতিক্রম একটি, মহাগঠবন্ধনের জয় দেখছে তারা

খবর অনলাইন ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১১ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে একাধিক...

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র! পরিবারের সিদ্ধান্তে চিকিৎসা চলবে বাড়িতেই

দীর্ঘ চিকিৎসার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা ধর্মেন্দ্র। শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি ছিলেন তিনি। বর্তমানে স্থিতিশীল, চিকিৎসা চলবে বাড়িতেই। মিথ্যা মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন ঈশা দেওল।

রনজি ট্রফি ২০২৫: শামি ছাড়াই ইনিংসে জয় বাংলার, শাহবাজের ঘূর্ণিতে বিধ্বস্ত রেলওয়েজ

খবর অনলাইন ডেস্ক: মোহাম্মদ শামি-বিহীন বাংলা দল রনজি ট্রফি ২০২৫-এর গ্রুপ সি ম্যাচে রেলওয়েজকে...

বিহার ভোট ২০২৫: ফের ক্ষমতায় এনডিএ! বলছে সব বুথ ফেরত সমীক্ষা, প্রভাব নেই পিকে-র পার্টির

বিহার বিধানসভা নির্বাচনের এক্সিট পোলগুলিতে এনডিএর স্পষ্ট অগ্রগতি। নীতীশ কুমারের নেতৃত্বে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি–জেডিইউ জোট। মহাজোট পিছিয়ে, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি প্রভাব ফেলতে ব্যর্থ।

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।