Homeখবরকলকাতাএ বার ট্যাংরায় হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল, উঠছে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন

এ বার ট্যাংরায় হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল, উঠছে পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রকাশিত

কলকাতা: আবারও শহরের বুকে বহুতল হেলে পড়ার ঘটনা। বুধবার সকালে ট্যাংরার ক্রিস্টোফার রোডে নির্মীয়মাণ একটি পাঁচতলা বহুতল হেলে পড়ে পাশের বাড়ির উপর। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। যদিও বহুতলটির নির্মাণকাজ চলায় সেখানে কেউ বসবাস করতেন না। রাজমিস্ত্রিরা সেখানে থাকলেও তাঁরা অক্ষত আছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রোমোটিং সংস্থাটি গত বছর ঝাঁ-চকচকে এই বহুতল নির্মাণ শুরু করেছিল। অল্প দিনের মধ্যেই নির্মাণ শেষ হলেও কাজ চলাকালীন এমন বিপত্তি ঘটেছে। বাসিন্দাদের অভিযোগ, নির্মাণের সময় কলকাতা পুরসভার শর্ত মানা হয়নি। পাশের বাড়ির সঙ্গে প্রয়োজনীয় দূরত্বও রাখা হয়নি।

শহরের মাটি পরীক্ষার নিয়ম নিয়েও উঠছে প্রশ্ন। বিশেষজ্ঞদের মতে, বহুতল নির্মাণের আগে সংশ্লিষ্ট এলাকার মাটি কতটা শক্ত তা পরীক্ষা করা বাধ্যতামূলক। কিন্তু ক্রিস্টোফার রোডে এই নির্মাণে সেই নিয়ম লঙ্ঘন হয়েছে বলে দাবি স্থানীয়দের।

কলকাতা পুরসভা সূত্রে জানা গেছে, সোমবার বিষয়টি জানার পর ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের পাঠানো হয়। মঙ্গলবার বিল্ডিং বিভাগে রিপোর্ট জমা পড়ে। পুর আধিকারিকদের মতে, রিপোর্টে গুরুতর কিছু উল্লেখ নেই। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

পুরসভার একাংশের মতে, এই ঘটনার সঙ্গে বাঘাযতীনের বহুতল হেলে পড়ার ঘটনাকে তুলনা করা ঠিক হবে না। বাঘাযতীনের ঘটনায় স্থানীয় কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়কে জবাবদিহি করতে হয়েছিল। এবার ট্যাংরার ওয়ার্ড কাউন্সিলর তথা মেয়র পরিষদ সন্দীপন সাহার ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।

পুনরায় এমন ঘটনা ঘটায় শহরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উল্লেখ্য, গত বছর নির্মীয়মাণ বেআইনি বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যুর ঘটনাও শহরবাসীর মনে এখনও দগদগে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।