Home খবর কলকাতা নব সাজে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব, উদ্বোধন করলেন দেবাশিস কুমার

নব সাজে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব, উদ্বোধন করলেন দেবাশিস কুমার

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধন করলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। নব রূপে সজ্জিত হল ক্লাব অফিস ও লাইব্রেরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা।

জার্নালিস্টস ক্লাব নতুন কার্যালয় উদ্বোধন করছেন দেবাশিস কুমার

গত বুধবার ১৬ জুলাই ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব নতুন কার্যালয়ের উদ্বোধন হল। নতুন ঘরের দ্বারোদঘাটন করেন বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। ক্লাব সভাপতি, সম্পাদক এবং প্রবীণ সদস্যদের পাশে নিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করেন দেবাশিসবাবু।

এ দিন নব রূপে সজ্জিত ক্লাব লাইব্রেরিরও উদ্বোধন হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুরসভার ৭ নম্বর বরোর চেয়ারপার্সন এবং স্থানীয় কাউন্সিলার সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়।

চৌরঙ্গিতে সদর স্ট্রিটের মোড়ের এক দিকে মিউজিয়াম, আর-এক দিকে একটি ছ’তলা হেরিটেজ ভবন। সেই বাড়িরই ছ’তলায় একটি ঘরে ছিল ক্লাবের অফিস। ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব তাদের অফিস করার জন্য হেরিটেজ ভবনের এই ঘরটি আশির দশকের গোড়ায় পেয়েছিল, তৎকালীন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সক্রিয় সহযোগিতায়। কালক্রমে সাংবাদিকতার ছাত্রছাত্রী এবং এই বিষয়ে আগ্রহী মানুষজনের জন্য ওই ঘরেই একটি লাইব্রেরিও চালু হয়। কিন্তু ক্লাবের কাজের পরিধি যত বাড়তে থাকে, ততই বোঝা যাচ্ছিল এই ঘরে একই সঙ্গে ক্লাবের অফিস ও লাইব্রেরি চালানো সম্ভব নয়। দেখতে দেখতে ক্লাব পঞ্চাশ বছর ছুঁতে চলেছে এবং ক্লাবঘরের বয়সও তার কাছাকাছি। এই পরিস্থিতিতে উদ্যোগ শুরু হয় ক্লাবের অফিস ও লাইব্রেরি অন্যত্র কোথাও নিয়ে যাওয়ার।

CJC inaguration
পুরসভার ৭ নম্বর বরোর চেয়ারপার্সন এবং স্থানীয় কাউন্সিলার সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়।

সদর স্ট্রিটের মোড়ের ভবনটি রয়েছে মুর্শিদাবাদ এস্টেটের আওতায় এবং এটি দেখাশোনা করে রাজ্য সরকার। ওই বাড়িরই দোতলায় একটি যথেষ্ট বড়ো ঘরের সন্ধান পাওয়া যায়, যেখানে একই সঙ্গে ক্লাব অফিস এবং লাইব্রেরি-সহ আনুষঙ্গিক কাজ চালানো যেতে পারে। বছরদুয়েক ধরে ক্লাব সম্পাদক ইমন কল্যাণ সেন এবং সভাপতি প্রান্তিক সেনের অক্লান্ত চেষ্টায় ক্লাবের সদস্যদের স্বপ্ন বাস্তব হল। এই উদ্যোগে ক্লাবের সদস্যদের পাশে পেয়েছেন সম্পাদক ও সভাপতি। এবং এ ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকাও প্রশংসনীয়। অবশেষে নব সাজে প্রকাশ ঘটল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের কার্যালয়ের।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version