২১ জুলাই শহরের রাজপথে মিছিল ঘিরে এবার কড়া নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহিদ দিবসের জমায়েতে বিশাল ভিড় নামবে কলকাতার বুকে, আর সেই জমায়েত ঘিরেই শহরের ট্রাফিক ব্যবস্থাপনা যাতে ভেঙে না পড়ে, তা নিশ্চিত করতে একাধিক নির্দেশ দিল আদালত।
হাই কোর্ট জানিয়ে দিয়েছে, ২১ জুলাই সকালে শুধুমাত্র সকাল ৮টা পর্যন্তই মিছিল করা যাবে। এরপর সকাল ৯টার মধ্যে যে যেখানে পৌঁছবে, সেই জায়গাতেই সেটল করতে হবে। এর মানে, সকাল ৯টার পর রাস্তায় চলন্ত মিছিল চলবে না। যাঁরা যেখানেই থাকবেন, সেখানেই অবস্থান করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কোথাও যানজট হওয়া চলবে না। হাই কোর্টের স্পষ্ট নির্দেশ, ওই সময়ের মধ্যে কলকাতা হাই কোর্ট চত্বর এবং আশেপাশের ৫ কিলোমিটারের মধ্যে কোনওভাবেই যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটানো যাবে না।
এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের কমিশনারকে। শহরের কেন্দ্রস্থলে যাতে যানজট না হয়, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে বলে জানানো হয়েছে।
তবে বেলা ১১টার পরে আবার মিছিল চলতে পারবে আগের মতো। আদালতের এই নির্দেশে একদিকে যেমন শহরের অফিস টাইমে ট্রাফিক স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে, তেমনই ২১ জুলাইয়ের জমায়েত নিয়েও প্রশাসনিক প্রস্তুতি আরও গুরুত্ব পাচ্ছে।
আরও পড়ুন: নব সাজে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব, উদ্বোধন করলেন দেবাশিস কুমার