কলকাতা পুরসভার পার্কিং লটে ফের চালু হচ্ছে নগদে লেনদেন। বছর খানেক আগে ই-পস মেশিনের মাধ্যমে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু হলেও বিভিন্ন সমস্যার কারণে পুরসভা নগদ লেনদেনও পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের লক্ষ্য হল বেআইনি পার্কিং ফি বন্ধ করা এবং যাত্রীদের সুবিধার্থে পার্কিং ফি পরিশোধের আরও একটি উপায় তৈরি করা।
পুরসভা সূত্রে জানা গেছে, নগদ লেনদেন বন্ধের উদ্দেশ্য ছিল বেআইনি ভাবে বাড়তি পার্কিং ফি নেওয়া বন্ধ করা। তবে, বাস্তবে দেখা গেছে এই সমস্যা রয়ে গেছে এবং অনেক ক্ষেত্রেই বেড়ে গেছে। অনেক এজেন্সি ই-পস মেশিন নিলেও, খারাপ নেটওয়ার্ক ও সার্ভারের সমস্যার অজুহাতে সেগুলি ব্যবহার করছে না। এই কারণে পার্কিং ফি অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে গিয়ে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে।
শহরের বেআইনি পার্কিং নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পর, পুরসভা এবং পুলিশ নড়েচড়ে বসেছে। নতুন করে সরকার স্বীকৃত পার্কিং এরিয়াগুলি চিহ্নিত করা হচ্ছে এবং রেট চার্ট গ্লো-সাইন বোর্ডে দেওয়া হচ্ছে। প্রায় ৯৫০টি পার্কিং এরিয়ার দায়িত্ব বণ্টনের জন্য নতুন টেন্ডার ডাকা হয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে নতুন এজেন্সিগুলির হাতে ই-পস মেশিন তুলে দেওয়া হবে এবং শহরের সর্বত্র এই মেশিন ব্যবহার বাধ্যতামূলক করা হবে।
তবে, এখনও পর্যন্ত বহু নাগরিক অভিযোগ করেছেন, যাঁদের কাছে স্মার্টফোন নেই বা অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই, তাঁরা ফি মেটাতে সমস্যায় পড়ছেন এবং বাড়তি টাকা দিতে হচ্ছে। এই প্রসঙ্গে পুরসভার পার্কিং বিভাগের এক কর্তা বলেন, ‘কারা মেশিন পেয়েও ব্যবহার করছে না, তা সমীক্ষা করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’ তিনি আরও বলেন, অনলাইন পেমেন্টের পাশাপাশি সবার সুবিধার জন্য এবার নগদেও পার্কিং ফি নেওয়া হবে। তবে এক্ষেত্রে হাতে লেখা কোনও বিল দেওয়া যাবে না, ‘মেশিন জেনারেটেড’ বিলই দিতে হবে।