হাতে সময় থাকতেই বিধানসভা ভোটের আগাম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ঘর গুছোচ্ছেন নীতীশ কুমার, তেজস্বী যাদবরা। এরই মধ্যে খবর, আগামী বিহার বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি আসনে প্রার্থী দেবে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর দল বিএসপি।
জানা গিয়েছে, বিহারের ২৪৩টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বিএসপি। এর জন্য দশটি বুথ পিছু একটি সেক্টর তৈরি করে প্রস্তুতি শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের পর পর্যালোচনা করতে আসা দলের কেন্দ্রীয় ইনচার্জ ডক্টর লালজি মেধঙ্কর এই তথ্য জানিয়েছেন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় ইনচার্জ বলেন, এ বার লোকসভা নির্বাচনে জেলার ৪০ শতাংশ কর্মকর্তার সহযোগিতা আশানুরূপ হয়নি। আগামী দিনে যাঁরা সহযোগিতা করবে না, তাঁদের দলে কোনো পদ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, গতবার বিধানসভায় তাঁর দল চৈনপুর আসনে জিতেছিল এবং রামগড়ে অল্প ব্যবধানে হেরেছিল। লোকসভার ৪০টি আসনের জন্য প্রার্থী দেওয়া হয়েছিল। মনোনয়নে কিছু ত্রুটির কারণে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি দলীয় প্রার্থীরা। ফলে ৩৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএসপি। তিনি বলেন, আগামী দিনে সংগঠনের জোরে বিহারে বিএসপি সরকার গঠন করবে।
প্রসঙ্গত, অনুষ্ঠানে ইউটিউবার শিবশঙ্কর ঝায়ের আত্মীয়দের ক্ষতিপূরণ এবং তাঁর স্ত্রীর জীবিকা নির্বাহের জন্য একটি সরকারি চাকরির দাবি জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসপি জেলা সভাপতি রাজেন্দ্র কুমার, রাজ্য ইনচার্জ আইনজীবী সুরেশ রাও, রাজ্য সাধারণ সম্পাদক লালন বৈঠা, রাজ্য সম্পাদক সান্তলাল রাম, পরিমল কুমার প্রমুখ।
আরও পড়ুন: ভিতরে ভিতরে লালুর সঙ্গে ‘খেলছেন’ প্রশান্ত কিশোর, ভোটের আগে তুলে নিলেন ৫ প্রভাবশালী নেতাকে!