আর জি কর হাসপাতালের পার্কিং ফি নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে রবিবার দুই কর্মীকে তলব করে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্ত সংস্থার অভিযোগ, হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠরা পার্কিং ফি বাবদ প্রচুর টাকা অবৈধভাবে সংগ্রহ করতেন। তদন্তে জানা গিয়েছে, হাসপাতাল চত্বর এবং আশপাশে প্রতিদিন বহু গাড়ি ও বাইক পার্কিং করা হয়, যার বেশিরভাগই হাসপাতালের চিকিৎসক, ইন্টার্ন, রোগীর আত্মীয় এবং কর্মীদের।
কলকাতা পুরসভা সাধারণত পার্কিং ফি সংগ্রহের জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে, তবে আর জি কর হাসপাতালের ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে, কর্তৃপক্ষ পুরসভার নিয়ম অমান্য করে প্রাক্তন অধ্যক্ষের নেতৃত্বে এই ফি আদায় করত। এই অবৈধ পার্কিং ফি সংগ্রহের কাজে দুই কর্মী শেখ সিরাজউদ্দিন ও প্রিয়তোষকে নিযুক্ত করা হয়েছিল বলে জানা গেছে। সিবিআই এই দুই কর্মীকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করে এবং জানতে চায়, পার্কিং ফি কীভাবে নেওয়া হত এবং কত টাকা সংগ্রহ করা হত।
মিছিলে উত্তাল মহানগরী, পথে অপর্ণা সেন-সহ টলিউডের অভিনেতা-অভিনেত্রীরাও, রাতে ধর্মতলায় চলছে ধর্না
সিবিআই সূত্রে খবর, প্রতিদিন পার্কিং থেকে গড়ে কত টাকা তোলা হত এবং সেই টাকা শেষ পর্যন্ত কার হাতে পৌঁছাত, সেই বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দুই কর্মীর জবানবন্দি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পর হাসপাতালের আরও কয়েকজন কর্মী ও আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠরা কি শেষ পর্যন্ত এই টাকা পেতেন কিনা, সেটাই এখন সিবিআইয়ের তদন্তের কেন্দ্রে।
এই ঘটনা নিয়ে আর জি কর হাসপাতালের কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি। তবে এই পার্কিং দুর্নীতির ঘটনা হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। সিবিআইয়ের এই তদন্তে আগামী দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ পাবে বলে মনে করা হচ্ছে।