প্যারিস: প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪-এর আসরে ভারত ভালো পারফরমেন্স করছে। এখনও পর্যন্ত তার ঝুলিতে এসেছে ৭টি পদক – ১টি সোনা, ২টি রুপো এবং ৪টি ব্রোঞ্জ। এর মধ্যে শুটিং-এর ইভেন্ট থেকে এসেছে ৪টি পদক এবং ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে এসেছে ৩টি পদক।
ইতিহাস সৃষ্টি করেছেন প্রীতি পাল। প্রীতিই হলেন ভারতের প্রথম মহিলা অ্যাথলেট যিনি প্যারালিম্পিক্স থেকে ২টি পদক পেলেন। মেয়েদের ১০০ মিটার দৌড়ে টি৩৫ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন প্রীতি। তার পর মেয়েদের ২০০ মিটার দৌড়ে টি৩৫ ইভেন্টেও ব্রোঞ্জ জেতেন। ৩০.০১ সেকেন্ডে তিনি তাঁর দৌড় শেষ করেন। তাঁর দিকে থেকে এটা একটা রেকর্ড।
প্যারিস প্যারালিম্পক্সের আসরে নিষাদ কুমার। ছবি ‘এক্স’ থেকে নেওয়া।
শুটিং-এ মনীশ নারোয়াল দেশের হয়ে প্রথম রৌপ্যপদক আনার পর দ্বিতীয় রৌপ্যপদক এনেছেন নিষাদ কুমার। পুরুষদের হাই জাম্পে টি৪৭ ইভেন্টে তিনি ২.০৪ মিটার উচ্চতায় উঠে দ্বিতীয় হয়েছেন। এই নিয়ে পরপর দুটি প্যারালিম্পিক্সের আসরে রুপো পেলেন নিষাদ। ২০২০-এর টোকিও প্যারালিম্পিক্সেও নিষাদ এই ইভেন্টে রুপো জিতেছিলেন।
শুটিং-এ ভারতের হয়ে চতুর্থ পদকটি এনেছেন রুবিনা ফ্রান্সিস। তিনি মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে এসএইচ১ ব্রোঞ্জ জিতেছেন। এই ইভেন্টে ৮ জনের মধ্যে যে ফাইনাল হয় তাতে রুবিনা ২১১.১ পয়েন্ট স্কোর করে তৃতীয় হন।
প্রীতি, নিষাদ, রুবিনা ও মনীশ ছাড়া প্যারিস প্যারালিম্পক্সের শুরুতেই শুটিং-এর ইভেন্টে ভারতের হয়ে স্বর্ণপদক আনেন অবনী লেখারা এবং ব্রোঞ্জপদক আনেন মোনা আগরওয়াল।
আরও পড়ুন
প্যারিস প্যারালিম্পিক্স ২০২৪: ভারতের চতুর্থ পদক, শুটিং-এ রুপো পেলেন মনীশ নারোয়াল