Home খবর কলকাতা আজ রবিবার ছটপুজো, রবীন্দ্র সরোবরে নয়, পুজো সারতে হবে অস্থায়ী জলাশয়ে

আজ রবিবার ছটপুজো, রবীন্দ্র সরোবরে নয়, পুজো সারতে হবে অস্থায়ী জলাশয়ে

0
রবীন্দ্র সরোবরে পূজা নয়। ছবি: রাজীব বসু।

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার ছটপুজো। কার্যত আজ বিকেল থেকে কাল সকাল পর্যন্ত চলবে এই পুজো। কলকাতা মহানগরীতে এই পুজো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

ছটপুজো হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত হয়। সূর্যকে উপাসনার মাধ্যমে এই লৌকিক উৎসব মূলত পালন করে থাকেন বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলের মানুষজন। ছটপুজো সূর্য ও তার পত্নী উষার (ছটীমাঈ) প্রতি সমর্পিত হয়।

ছটে কোনো মূর্তিপূজা করা হয় না। অস্তমিত ও উদিত সূর্যকে পূজা করা হয়। কোমর পর্যন্ত জলে নেমে সূর্যের উপাসনা করতে হয়।

chhat ward pond 19.11

দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবরে জলে নেমে ছটপুজো করা নিয়ে একসময়ে প্রবল বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, পুজোর নামে সরোবরের জল বিপুল ভাবে দূষিত হচ্ছে। এখন কলকাতা পুরসভা কর্তৃপক্ষ ছটপুজোর সময় সরোবরের গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তে পুরসভা শহরের প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী জলাশয় তৈরি করে দিয়েছে। রবীন্দ্র সরোবরের পরিবর্তে ওই জলাশয়ে গিয়ে পূজা সারার জন্য পুর-প্রশাসনের তরফ থেকে ছটযাত্রীদের অনুরোধ করা হয়েছে।

বহু পুণ্যার্থী অবশ্য গঙ্গার ঘাটে গিয়ে সূর্যের উপাসনা করবেন। তার জন্য গঙ্গার ঘাটেও তার প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত কয়েক দিন ধরেই চলছে ছটপুজোর সামগ্রী কেনার ধুম। শহরের প্রায় প্রতিটি বাজারে ছটপুজোর সামগ্রী কিনতে হচ্ছে ভিড়।

ছটপুজোর অন্যতম উপকরণ কলা। ফলে কলার দামও বেশ চড়েছে গত কয়েক দিন ধরে। তাতে অবশ্য কলা কেনায় কোনো ভাটা পড়েনি।

ছবি: রাজীব বসু  

আরও পড়ুন

বিশ্বকাপ ফাইনালে ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া, কী বলছে অতীত পরিসংখ্যান

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version