Home খবর কলকাতা কলকাতার মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন, নামিয়ে দেওয়া হল যাত্রীদের

কলকাতার মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন, নামিয়ে দেওয়া হল যাত্রীদের

কলকাতার মহাজাতি সদনের সামনে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি মিনিবাসে হঠাৎ করে আগুন লেগে যায়। বাসটি বিবাদী বাগ থেকে বিরাটির দিকে যাচ্ছিল, আর ব্যস্ত সময়ে এমন একটি ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী এবং স্থানীয়দের মধ্যে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মিনিবাসটির ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। হঠাৎ করে ধোঁয়া দেখতে পাওয়া মাত্রই বাসের চালক তড়িঘড়ি বাসটি থামান। মুহূর্তের মধ্যেই বাসের সমস্ত যাত্রীদের দ্রুত বাস থেকে নামিয়ে আনা হয়। এই ঘটনায় কেউ আহত হননি।

আগুন লাগার পরপরই চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নেভানোর কাজে লেগে পড়ে। ব্যস্ত রাস্তায় এই ধরনের একটি ঘটনার ফলে অন্যান্য বাস এবং গাড়ি পথের মধ্যে দাঁড়িয়ে যায়, যার ফলে ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।

এই ঘটনা শুধু যাত্রীদেরই নয়, স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করে। যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নামেন এবং নিরাপদ স্থানে সরে যান। স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরাও এই ঘটনায় হতবাক হয়ে পড়েন এবং দ্রুত নিরাপদ দূরত্ব বজায় রাখেন।

কলকাতায় এর আগেও এই ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। কিছুদিন আগেই হাওড়া সেতুর উপরে একটি চলন্ত গাড়িতে আগুন ধরে যায় এবং ভিআইপি রোডে একটি বিয়েবাড়ির গাড়িতে আগুন লাগে। কয়েক মাস আগে চাঁদনি চক এলাকায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আগুন লেগে আশেপাশের বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। এছাড়া গত এপ্রিলে ট্রাম কোম্পানির একটি চলন্ত বাসেও একইভাবে আগুন লাগে, যার ফলে যাত্রীরা কোনোমতে রক্ষা পান।

চালক এবং অন্যান্য যাত্রীদের কথায় জানা যায় যে, মিনিবাসটি বেশ পুরানো ছিল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ না করার কারণে ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। 

চিকিৎসকদের চেয়েও ভালো ভাবে প্রস্টেট ক্যানসার চিহ্নিত করল এআই প্রযুক্তি

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version