Homeখবরকলকাতাকলকাতায় কলেরা: পানীয় জলে জীবাণুর আশঙ্কা, জল পরীক্ষা শুরু করল পুরসভা

কলকাতায় কলেরা: পানীয় জলে জীবাণুর আশঙ্কা, জল পরীক্ষা শুরু করল পুরসভা

প্রকাশিত

কলকাতায় আবারও কলেরায় আক্রান্ত রোগীর সন্ধান মিলল। শহরের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে কলেরার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে বছর চারেকের এক শিশুকন্যা। তাঁর বাড়ি বেহালার পর্ণশ্রী এলাকায় বলে জানা গিয়েছে।

জ্বর, বমি ও পেটে ব্যথার মতো একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এই শিশুই চলতি মরসুমে কলকাতার দ্বিতীয় কলেরা আক্রান্ত। এর আগে ৭ জুলাই পিকনিক গার্ডেন রোড এলাকার এক যুবককে একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এই ঘটনার জেরে তৎপর হয়েছে কলকাতা পুরসভা। পুরসভার ডেপুটি মেয়র এবং স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতীন ঘোষ জানান, ‘‘যেখানে যেখানে বর্ষার জেরে জল জমার সমস্যা হয়েছিল, সেই সব এলাকায় পানীয় জল পরীক্ষা করে দেখা হচ্ছে।’’

পুরসভার এক সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত শহরের পানীয় জলে কোনও ব্যাকটেরিয়াজনিত সমস্যা মেলেনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জল পরীক্ষার কাজ জোরকদমে চলছে।

প্রসঙ্গত, বর্ষার সময় কলেরার প্রকোপ বেড়ে যাওয়াটা নতুন নয়। এর আগে ২০২৩ সালেও শহরের একাধিক ওয়ার্ডে এই সংক্রমণ দেখা গিয়েছিল। বিশেষজ্ঞদের মতে, জমা জল থেকে নোংরা জল মিশে গেলে পানীয় জলের মাধ্যমে এই রোগ ছড়িয়ে পড়ে।

শহরের বিভিন্ন জায়গায় জমা জল এবং নিকাশি সমস্যার কারণে কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতর এবার আগেভাগে পদক্ষেপ নিতে শুরু করেছে।

আরও পড়ুন

নাম বদল মেট্রোরেলের অ্যাপে, ‘মেট্রো রাইড কলকাতা’ থেকে এখন ‘আমার কলকাতা মেট্রো’, বিভ্রান্ত যাত্রীরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

আরও পড়ুন

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।