কলকাতায় ফের কলেরার উপসর্গ! বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বছর ছাব্বিশের এক যুবক। জানা গিয়েছে, ওই যুবক কলকাতা পুরসভার ৬৭ নম্বর ওয়ার্ডের পিকনিক গার্ডেন রোডের বাসিন্দা।বৃহস্পতিবার রাতে পেটের যন্ত্রণা, বমি-সহ একাধিক উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভর্তি হওয়ার সময় যুবকের কিডনিতেও কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। বর্তমানে অবশ্য তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। স্যালাইন চললেও উন্নতির দিকে রয়েছেন তিনি। চিকিৎসার দায়িত্বে রয়েছেন একাধিক বিশেষজ্ঞ।প্রাথমিক ভাবে সন্দেহ, তিনি কলেরায় আক্রান্ত। যদিও নমুনা পরীক্ষা না হওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
ফের কলকাতায় কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবক ভর্তি হাসপাতালে, জলবাহিত সংক্রমণে আতঙ্ক
প্রকাশিত
