Homeখবরকলকাতাসংগীতশিল্পী পণ্ডিত বিজয় কুমার কিচলুর জীবনাবসান

সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কুমার কিচলুর জীবনাবসান

প্রকাশিত

কলকাতা: উচ্চাঙ্গসংগীতশিল্পী পণ্ডিত বিজয়কুমার কিচলু প্রয়াত হলেন। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। পণ্ডিত কিচলুর প্রয়াণে সংগীতজগতে অপূরণীয় ক্ষতি হল।

আগরা ঘরানার এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা-সহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শেষ পর্যন্ত শুক্রবার সন্ধ্যায় তিনি ইহলোক ত্যাগ করলেন। শিল্পীর অনুরাগীরা যাতে তাঁকে শ্রদ্ধা জানাতে পারেন তার জন্য তাঁর দেহ রবিবার ১২টা নাগাদ রবীন্দ্র সদনে শায়িত থাকবে। তার পর হবে তাঁর শেষকৃত্য।

১৯৩০ সালের ১৬ সেপ্টেম্বর অধুনা উত্তরাখণ্ডের আলমোড়ায় জন্ম বিজয় কুমার কিচলু। পড়াশোনা ইলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনার ফাঁকেই তিনি শাস্ত্রীয় সংগীতে পাঠ নিতে থাকেন। ডাগর ভ্রাতৃদ্বয়ের কাছে ধ্রুপদ এবং লতাফৎ হুসেন খানের কাছে খেয়াল শেখেন। আগরা ঘরানার শিল্পী হিসাবে নামডাক হয় বিজয় কুমার কিচলুর। ভাই রবি কুমার কিচলুকে নিয়ে শাস্ত্রীয় সংগীতে দ্বৈত শিল্পী হিসাবে বিখ্যাত হয়ে ওঠেন বিজয়।

১৯৫৫ সালে ব্রিটিশ শিপিং কোম্পানিতে চাকরি নিয়ে কলকাতায় আসেন বিজয় কুমার কিচলু। তখন থেকেই আমৃত্যু তিনি কলকাতাতেই থেকে গেলেন। কলকাতায় কিছু দিনের মধ্যেই পণ্ডিত কিচলুর হৃদ্যতা গড়ে ওঠে পণ্ডিত এ কানন, জ্ঞানপ্রকাশ ঘোষ, কুমারপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো শিল্পীর সঙ্গে। তাঁদেরই উদ্যোগে পরিবেশিত হয় ক্যালকাটা মিউজিক সার্কেলের মতো সংগীতাতানুষ্ঠান।

পণ্ডিত কিচলুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখেছেন, “বিশিষ্ট সংগীতশিল্পী পণ্ডিত বিজয় কিচলুর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আগ্রা ঘরানার শিল্পী বিজয় কিচলু ছিলেন আইটিসি সংগীত রিসার্চ অ্যাকাডেমির কর্ণধার। অগণিত নবীন শিল্পী তাঁর প্রশিক্ষণে আজ লব্ধপ্রতিষ্ঠ। তাঁর প্রয়াণে সঙ্গীতজগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বিজয় কিচলুর পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন পণ্ডিত বিজয় কুমার কিচলু। এ ছাড়াও সংগীত নাটক রিসার্চ অ্যাকাডেমির স্বীকৃতি লাভ করেছেন তিনি। সম্মানিত হয়েছেন নানা উপাধি ও সম্মানে। তিনি ছিলেন সংগীত রিসার্চ অ্যাকাডেমির জনক ও এক‌জিকিউটিভ ডিরেক্টর।

আরও পড়ুন 

তুলসীদাস বলরামের ছিল বৈচিত্র্য, বহুমুখিতা আর উদ্ভাবনী ক্ষমতা

সাম্প্রতিকতম

ভোটের পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আর আগামী বছরের ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বদল, বিস্ফোরক দাবি কেজরিওয়ালের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাঁটা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ফের...

গোর্কি সদনে সত্যজিৎ বিষয়ক প্রদর্শনী ‘শুধুই সত্যজিৎ’, চলবে ১৮ মে পর্যন্ত  

খবর অনলাইন ডেস্ক: চলচ্চিত্রজগতের কিংবদন্তি সত্যজিৎ রায়। তবে শুধু চলচ্চিত্রজগতই নয়, বাংলা সাহিত্যজগতেও তিনি...

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে জামিনে মুক্তি দিল দিল্লির আদালত

খবর অনলাইন ডেস্ক: সুপ্রিম কোর্ট ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রবীর পুরকায়স্থের গ্রেফতার অবৈধ ঘোষণা করার পর...

ইন্ডিয়া জোট সরকার গঠন করলে বাইরে থেকে সমর্থন, কেন বললেন মমতা

পঞ্চম দফা ভোটের আগেই ইন্ডিয়া জোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল নেত্রী। কেন তিনি মনে করছেন ইন্ডিয়া জোট সরকার গড়বে, তা আগেই স্পষ্ট করে দেন মমতা।

আরও পড়ুন

উড়ান পাঠিয়ে দেওয়া হল বারাণসী, কেকেআর ক্রিকেটারদের কপালে কী জুটল

খবর অনলাইন ডেস্ক: একেই কি বলে ‘কপালের নাম গোপাল’? সন্ধে পৌনে ৬টার উড়ান ধরার...

ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে নারায়ণা হেলথ্‌-এর সহায়তায় স্বাস্থ্যপরীক্ষা শিবির

নিজস্ব প্রতিনিধি: কলকাতা শহরের অন্যতম বৃহৎ সাংবাদিক-সংগঠন ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব রবিবার স্বাস্থ্যপরীক্ষা শিবিরের আয়োজন...

এবার তারকা প্রচার তালিকা থেকেও বাদ, অনুগামীদের দেখে কেঁদে ফেললেন কুণাল

বৃহস্পতিবার যে ৪০ জনের তারকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম রয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও দেব, সায়ন্তিকা, সোহম থেকে অদিতি মুন্সির। কিন্তু নাম নেই কুণালের।