Homeখবরকলকাতা২৮ আগস্ট টিএমসিপি-র সমাবেশের জন্য বাতিল হচ্ছে না পরীক্ষা, জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়

২৮ আগস্ট টিএমসিপি-র সমাবেশের জন্য বাতিল হচ্ছে না পরীক্ষা, জানাল কলকাতা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ২৮ আগস্ট কলকাতায় আয়োজিত সমাবেশের দিন পরীক্ষা বাতিল বা স্থগিত করা হবে না, জানিয়ে দিল কলকাতা বিশ্ববিদ্যালয়। সোমবার সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত।

বিশ্ববিদ্যালয়ের তরফে স্পষ্ট জানানো হয়েছে, পূর্ব নির্ধারিত স্নাতকোত্তর পরীক্ষা অনুযায়ীই হবে। সেই সিদ্ধান্ত রাজ্য সরকারকেও লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে রাস্তায় পর্যাপ্ত বাস ও যানবাহন রাখার জন্য রাজ্য সরকারকে অনুরোধও করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য শান্তা দত্ত বলেন, “তিরিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষায় বসবেন। সবাই টিএমসিপি-র সদস্য নন। পরীক্ষা পিছিয়ে দিলে তাঁদের প্রতি অবিচার হবে। আমরা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের শিক্ষা-ভাবনার ধারাবাহিকতা বজায় রাখছি।”

তিনি আরও জানান, “যেভাবে রাজনৈতিক সমাবেশ উপলক্ষে উচ্চশিক্ষা দফতর থেকে পরীক্ষার তারিখ পিছনোর অনুরোধ এসেছে, তা নজিরবিহীন।”

রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ২৮ অগাস্ট যেন রাস্তায় স্বাভাবিক যান চলাচল বজায় থাকে, যাতে কোনও পরীক্ষার্থী সমস্যায় না পড়েন। বন্‌ধের দিন যেমন স্বাভাবিক জনজীবন নিশ্চিত করে সরকার, সেরকমই দায়িত্ব পালনের আবেদনও জানিয়েছেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও টিএমসিপি-র সমাবেশ নিয়ে বিতর্কের মাঝেই মুখ খুললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জানালেন, মুখ্যমন্ত্রী কোনও হস্তক্ষেপ করেন না, এমনকি কেয়ারটেকার ভিসিকে সরানোও হয়নি রাজ্যপালের প্রতি সম্মান দেখিয়ে। আর পরীক্ষার দিনে কেউ পরীক্ষা দিতে না পারলে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হবে—এমন মন্তব্যকে তিনি বললেন “হাস্যকর”। কড়া বার্তায় বলেন, “একই পরীক্ষা দু’বার হতে পারে, এমন তো ভূ-ভারতে শোনা যায়নি!” শেষে হুঁশিয়ারি, “কিছুটা মগের মুলুক চলছে। কী করব, শীঘ্রই জানবেন।

আরও পড়ুন: স্নাতক স্তরের ভর্তি: সামাজিক শ্রেণিবিন্যাসের তথ্য জমার শেষ দিন মঙ্গলবার, জানাল উচ্চশিক্ষা সংসদ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...