Homeখবরকলকাতাতিনি প্রধানের বিক্ষোভে অবরুদ্ধ বাইপাশ, পায়ে পা মিলিয়ে 'উই ওয়ান্ট জাস্টিস'স্লোগান

তিনি প্রধানের বিক্ষোভে অবরুদ্ধ বাইপাশ, পায়ে পা মিলিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’স্লোগান

প্রকাশিত

ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল হয়েছে। ডার্বি চলাকালীন আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন দু’দলের সমর্থকরা। যা নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। পুলিশে দাবি আরজি কর কাণ্ডের জন্য মাঠে পর্যাপ্ত পুলিশ দিতে না পারার জন্য ডার্বি বাতিল করা হয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল-মোহনবাগান দুদলের সমর্থকদের মতে, প্রতিবাদের আশঙ্কায় ডার্বি বাতিল করা হয়েছে। এই সমর্থকরা রবিবার সল্টলেক স্টেডিয়ামের সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন।

সেইমত বিকাল চারটে নাগাদ মিছিল করে দুদলের সমর্থকরা মিছিল করে স্টেডিয়ামের সমানে জমায়েত হতে থাকেন। কিন্তু তার আগেই বিশাল বাহিনী নিয়ে প্রস্তত ছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। যুবভারতীর বাইরে জারি করা হয়, বিএমএসএস ১৬৩ ধারা। মিছিল সামনে আসতেই পুলিশ তাদের আটকায়। পুলিশের সঙ্গে তর্ক শুরু হয় দুদলের সমর্থকদের। পরে এই বিক্ষোভে যোগ দেন মহামেডান সমর্থকরাও।

ভিআইপি গেটের সামনে থেকে দু’দলের সমর্থকদের সরিয়ে দেওয়া হয়। মোহনবাগন ও ইস্টবেঙ্গল সমর্থকরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। বিশাল পুলিশ বাহিনী দেখে সমর্থকদের প্রশ্ন, নিরাপত্তা দাবি তুলি যদি জার্বি বাতিল করা হয়, তাহলে প্রতিবাদ আটকাতে এত পুলিশ মোতায়েন করা হল কেন?

বেঙ্গল কেমিক্যালের দিকে দু’দলের সমর্থকদের সরিয়ে দেওয়া হলে, সমর্থকদের সঙ্গে পুলিশের বচসাও শুরু হয়। এরপর প্রতিবাদকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তোলা হয়। কিন্তু তাদের কয়েকজনকে ছাড়িয়েও আনেন সমর্থকরা।

এদিন মিছিলে হাজির ছিলেন ইস্টবেঙ্গল সমর্থক ঊষশী চক্রবর্তী এবং মোহনবাগান সমর্থক সৌরভ পালোধি। সৌরভ বলেন, ‘ভারতীয় ফুটবলকে আঘাত করলে প্রতিবাদ তো হবেই।’ ঘটনাস্থলে হাজির হন প্রাক্তন ফুটবলার তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে। আবার সমর্থকরা মিছিল করতে শুরু করেন। বেলেঘাটা মোড়ে মিছিল আটকে দেওয়া হয়। আবার সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদীরা।

দুদলের সমর্থকের এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় বাইপাস। তারই মধ্যে পুলিশ যান নিয়ন্ত্রণের চেষ্টা করে। সায়েন্স সিটির দিক থেকে আসা গাড়ি চিংড়িহাটা থেকে ঘুরিয়ে দেওয়া হয়। উল্টোডাঙার দিক থেকে আসা গাড়ি হাডকো ও বেঙ্গল কেমিক্যাল থেকে ঘুরিয়ে দেয় পুলিশ।

এই বিক্ষোভে মিছিলে হাজির হন সস্ত্রীক মোহনবাগান অধিনায়র শুভাশিস বসু। তিনি প্রতিবাদীদের সঙ্গে কথা বলে। মোহন-ইস্ট দুদলের সমর্থক একসঙ্গে জাতীয় সঙ্গীত গান।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।