Homeখবরকলকাতাতিনি প্রধানের বিক্ষোভে অবরুদ্ধ বাইপাশ, পায়ে পা মিলিয়ে 'উই ওয়ান্ট জাস্টিস'স্লোগান

তিনি প্রধানের বিক্ষোভে অবরুদ্ধ বাইপাশ, পায়ে পা মিলিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’স্লোগান

প্রকাশিত

ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল হয়েছে। ডার্বি চলাকালীন আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন দু’দলের সমর্থকরা। যা নিয়ে গত কয়েকদিন ধরে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। পুলিশে দাবি আরজি কর কাণ্ডের জন্য মাঠে পর্যাপ্ত পুলিশ দিতে না পারার জন্য ডার্বি বাতিল করা হয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল-মোহনবাগান দুদলের সমর্থকদের মতে, প্রতিবাদের আশঙ্কায় ডার্বি বাতিল করা হয়েছে। এই সমর্থকরা রবিবার সল্টলেক স্টেডিয়ামের সামনে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নেন।

সেইমত বিকাল চারটে নাগাদ মিছিল করে দুদলের সমর্থকরা মিছিল করে স্টেডিয়ামের সমানে জমায়েত হতে থাকেন। কিন্তু তার আগেই বিশাল বাহিনী নিয়ে প্রস্তত ছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। যুবভারতীর বাইরে জারি করা হয়, বিএমএসএস ১৬৩ ধারা। মিছিল সামনে আসতেই পুলিশ তাদের আটকায়। পুলিশের সঙ্গে তর্ক শুরু হয় দুদলের সমর্থকদের। পরে এই বিক্ষোভে যোগ দেন মহামেডান সমর্থকরাও।

ভিআইপি গেটের সামনে থেকে দু’দলের সমর্থকদের সরিয়ে দেওয়া হয়। মোহনবাগন ও ইস্টবেঙ্গল সমর্থকরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন। বিশাল পুলিশ বাহিনী দেখে সমর্থকদের প্রশ্ন, নিরাপত্তা দাবি তুলি যদি জার্বি বাতিল করা হয়, তাহলে প্রতিবাদ আটকাতে এত পুলিশ মোতায়েন করা হল কেন?

বেঙ্গল কেমিক্যালের দিকে দু’দলের সমর্থকদের সরিয়ে দেওয়া হলে, সমর্থকদের সঙ্গে পুলিশের বচসাও শুরু হয়। এরপর প্রতিবাদকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। বেশ কয়েকজনকে আটক করে গাড়িতে তোলা হয়। কিন্তু তাদের কয়েকজনকে ছাড়িয়েও আনেন সমর্থকরা।

এদিন মিছিলে হাজির ছিলেন ইস্টবেঙ্গল সমর্থক ঊষশী চক্রবর্তী এবং মোহনবাগান সমর্থক সৌরভ পালোধি। সৌরভ বলেন, ‘ভারতীয় ফুটবলকে আঘাত করলে প্রতিবাদ তো হবেই।’ ঘটনাস্থলে হাজির হন প্রাক্তন ফুটবলার তথা বিজেপি নেতা কল্যাণ চৌবে। আবার সমর্থকরা মিছিল করতে শুরু করেন। বেলেঘাটা মোড়ে মিছিল আটকে দেওয়া হয়। আবার সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রতিবাদীরা।

দুদলের সমর্থকের এই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে যায় বাইপাস। তারই মধ্যে পুলিশ যান নিয়ন্ত্রণের চেষ্টা করে। সায়েন্স সিটির দিক থেকে আসা গাড়ি চিংড়িহাটা থেকে ঘুরিয়ে দেওয়া হয়। উল্টোডাঙার দিক থেকে আসা গাড়ি হাডকো ও বেঙ্গল কেমিক্যাল থেকে ঘুরিয়ে দেয় পুলিশ।

এই বিক্ষোভে মিছিলে হাজির হন সস্ত্রীক মোহনবাগান অধিনায়র শুভাশিস বসু। তিনি প্রতিবাদীদের সঙ্গে কথা বলে। মোহন-ইস্ট দুদলের সমর্থক একসঙ্গে জাতীয় সঙ্গীত গান।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।