দুর্গাপুজোর আর মাত্র মাসখানেক বাকি। শহরে ইতিমধ্যেই জমে উঠেছে শপিংয়ের আবহ। গড়িয়াহাট, নিউ মার্কেট, শ্যামবাজারে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় সকলকেই। ঠিক এই সময়েই সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য পরিবহণ দপ্তর ঘোষণা করল নতুন উদ্যোগ। চালু হতে চলেছে শপিং স্পেশাল বাস পরিষেবা।
কবে থেকে মিলবে এই বাস?
পরিবহণ দপ্তরের ঘোষণা অনুযায়ী, দুর্গাপুজোর ১৫ দিন আগে থেকে চালু হবে এই পরিষেবা। মূলত হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে শুরু করে গড়িয়াহাট, নিউ মার্কেট এবং শ্যামবাজার পর্যন্ত বিশেষ বাস চলবে।
কতগুলি বাস থাকবে রাস্তায়?
প্রাথমিকভাবে প্রতিদিন ২৫টি করে বিশেষ বাস নামানো হবে। তবে যাত্রী সংখ্যা ও চাহিদা বেড়ে গেলে বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
শুধু শপিং নয়, থাকছে নাইট সার্ভিসও
পুজোর শহরে রাতেও দর্শনার্থীদের সুবিধার্থে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত মিলবে নাইট বাস সার্ভিস। হাওড়া ও শিয়ালদহ থেকে রাতের পরিক্রমায় নামবে একাধিক বাস। এই পরিষেবা পাওয়া যাবে বারাসত পর্যন্তও।
কেন এই উদ্যোগ?
প্রতিবছর পুজোর মরশুমে শহরে কেনাকাটা করতে আসেন হাজার হাজার মানুষ। শুধু সাধারণ ক্রেতা নন, ব্যবসায়ীরাও ঢল নামান কলকাতায়। ফলে হাওড়া–শিয়ালদহ হয়ে শহরের বাজারমুখী রাস্তায় ভিড় বেড়ে যায় বহুগুণে। সেই কথা মাথায় রেখেই সাধারণ যাত্রীদের স্বস্তি দিতে এই নতুন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দপ্তর।