ইস্ট-ওয়েস্ট করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে ফের চালু হল রবিবারের মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত প্রতি রবিবার এই রুটে স্বাভাবিক পরিষেবা মিলবে। দুপুর ২:১৫ থেকে শুরু হয়ে রাত ৯:৪৫ পর্যন্ত উভয় প্রান্ত থেকেই চলবে মেট্রো।
এর আগে কিছু প্রযুক্তিগত পরীক্ষানিরীক্ষার জন্য রবিবার ওই রুটে পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল। মূলত ‘কমিউনিকেশন বেসড সিগন্যাল সিস্টেম’ সংক্রান্ত কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। অনুমান, সেই কাজ সম্পূর্ণ হওয়াতেই ফের চালু করা হয়েছে রবিবারের পরিষেবা।
উল্লেখযোগ্যভাবে, ইস্ট-ওয়েস্ট করিডরের এই অংশটি গঙ্গার তল দিয়ে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে, এই লাইনেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করে, তবে সেই অংশে রবিবার পরিষেবা এখনও স্থগিত রাখা হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষের মতে, ছুটির দিন হলেও হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতকারী যাত্রীসংখ্যা একেবারে কম নয়। সেই বিষয়টি মাথায় রেখেই ফের চালু করা হয়েছে এই পরিষেবা।
কলকাতা মেট্রোর সম্প্রসারণের কাজ এখন জোরকদমে চলছে, এবং পুরো ইস্ট-ওয়েস্ট লাইন চালু হলে শহরের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত খুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।