কলকাতা: ‘রমজানে ওই রোজার শেষে এল খুশির ঈদ’ – ঈদ এলেই মনে পড়ে কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা। কণ্ঠ দিয়ে এই কবিতাকে গান হিসাবে বিখ্যাত করেছিলেন গিরীন চক্রবর্তী। রাত পোহালেই সেই ঈদ। ঈদ-উল-ফিতর। মুসলিম ধর্মাবলম্বীদের কার্যত সবচেয়ে বড়ো উৎসব। তবে শুধু মুসলিমদেরই নয়, এই আনন্দের উৎসবে যোগ দেয় সমাজের সব শ্রেণির মানুষ।
এই ঈদকে কেন্দ্র করে আনন্দনগরীও মেতে উঠেছে উৎসবে। গত একমাস ধরে রোজা চলার পাশাপাশি চলছে ইফতার, চলছে কেনাকাটা। সোমবার সকালে রেড রোডে অনুষ্ঠিত হবে ঈদের মূল নমাজ। তাতে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঈদ উপলক্ষ্যে মহানগরী, রাজীব বসুর ক্যামেরায় —

ঈদের আগে শেষ রবিবার। নিউ মার্কেটে চলছে কেনাকাটা।

বালা-চুড়ির দোকানে বেশ ভিড়।

এই আনন্দ-উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান আতর।

রোজা ভাঙার শেষে খাওয়াটা তো জমিয়ে হতেই পারে। আর তার অন্যতম আইটেম হালিম।

ঈদের আগের শেষ শুক্রবার নাখোদা মসজিদে নমাজ।

ঈদের আগে শেষ ইফতার।