Home খবর কলকাতা কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

কলকাতার দুর্গাপুজোয় অনন্য উদ্যোগ, বাচ্চাদের জন্য ‘আল্টিমা বাহন’ নিয়ে এল এভারেডি

EVEREDY Durga PUJA

কলকাতার দুর্গাপুজো মানেই আলো ঝলমলে প্যান্ডেল, থিমের বাহার আর ভিড়ের ঢল। কিন্তু এর বাইরেও আছে ছোট ছোট পুজো, যেখানে আনন্দ লুকিয়ে থাকে সরলতায়— বাচ্চাদের হাসি, হাতে বানানো সাজসজ্জা আর খাঁটি ভক্তিতে। এ বছর সেই ছোট্ট আনন্দের অংশীদার হল এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড

বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটি-র সহযোগিতায় এভারেডি এক স্কুলের ছাত্রছাত্রীদের দুর্গাপুজোয় পাশে দাঁড়িয়েছে। স্কুলটিতে পড়াশোনা করে আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চারা। তাদের পুজোকে স্মরণীয় করে তুলতে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় এএ ব্যাটারি-চালিত রিমোট কন্ট্রোল টয় ট্রাক, যার নাম দেওয়া হয়েছে ‘আল্টিমা বাহন’। আটটি Eveready Ultima AA ব্যাটারির শক্তিতে চালিত এই বিশেষ ট্রাকে বসেই পুজোর মণ্ডপে প্রবেশ করলেন মা দুর্গা।

বুধবার কলকাতায় এই ‘আল্টিমা বাহন’-এর উদ্বোধন করেন এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডের সিইও অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, বিক্রমশিলা সংস্থার শিক্ষক-শিক্ষিকারা এবং স্কুলের শিশুরা।

অনীর্বাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতার বড় পুজোর জৌলুসে আমরা মুগ্ধ হলেও ছোট পুজোগুলির ভক্তি ও আনন্দ সমান মূল্যবান। আল্টিমা বাহনের মাধ্যমে আমরা চাইছি এই বাচ্চাদের মুখে হাসি ফুটুক, যাতে এই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকে।”

প্রিয়াঙ্কা সরকার জানান, “শিশুদের আনন্দ দেখে আমার ছোটবেলার পুজোর স্মৃতি ফিরে এল। ব্যাটারিতে চালিত এই টয় ট্রাক যে কত সুন্দর উদ্যোগ, তা ভাষায় বোঝানো কঠিন। বড় আয়োজনের মধ্যে হারিয়ে যাওয়া ছোট আনন্দই আসলে সবচেয়ে বিশেষ।”

আল্টিমা বাহন শুধু শিশুদের স্বপ্নপূরণই নয়, রেকর্ড গড়েছে বলেও ঘোষণা হয়েছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এবং এশিয়া বুক অফ রেকর্ডস এটিকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় এএ ব্যাটারিচালিত রিমোট কন্ট্রোল ট্রাক হিসেবে। পুজোর সময় এটি প্রদর্শিত হবে ৯৫ পল্লি পুজো কমিটি-তে, যেখানে সাধারণ মানুষও তা দেখতে পারবেন।

ছোটদের হাতে তৈরি সাজসজ্জা, ঢাকের আওয়াজ আর মা দুর্গার আগমনে এই উদ্যোগ মনে করিয়ে দিল— দুর্গাপুজোর আসল আনন্দ ঝলমলে আলোর মধ্যে নয়, ভাগাভাগি করা সুখ-দুঃখ আর একসঙ্গে উদ্‌যাপনে।

আরও পড়ুন : দুর্গাপার্বণ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version