Homeখবরকলকাতাকালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রায় দু'ঘণ্টার বৈঠক, ৫ দফা দাবি পেশ

কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রায় দু’ঘণ্টার বৈঠক, ৫ দফা দাবি পেশ

প্রকাশিত

আজ সন্ধ্যায় কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় দু’ঘণ্টার দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। আন্দোলনরত ডাক্তাররা তাদের পাঁচ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন। বৈঠক শুরু হয় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং প্রায় ৮টা ৩০ মিনিটে শেষ হয়।

এই বৈঠকের পূর্বে, জুনিয়র ডাক্তাররা বৈঠকের লাইভ টেলিকাস্ট এবং ভিডিওগ্রাফির দাবি করেছিলেন, যা সরকার খারিজ করে। শেষমেশ, সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত হয় যে, বৈঠকের সমস্ত বিবরণ (মিনিটস) দুই পেশাদার স্টেনোগ্রাফারের মাধ্যমে লিপিবদ্ধ করা হবে এবং বৈঠক শেষে তা উভয় পক্ষের স্বাক্ষরিত কপি হিসেবে প্রদান করা হবে। এর আগে, বৈঠকটি নির্ধারিত সময়ে শুরু না হওয়া এবং লাইভ টেলিকাস্ট নিয়ে মতবিরোধের কারণে চারবার আলোচনা ব্যর্থ হয়েছিল।

বৈঠকের মূল বিষয়বস্তু ছিল RG Kar মেডিক্যাল কলেজের একজন শিক্ষানবিশ চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার, হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানো, এবং চিকিৎসা পরিষেবায় স্থিতিশীলতা আনা। মুখ্যমন্ত্রীর তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে, সমস্ত দাবি বিবেচনায় নেওয়া হবে এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

বৈঠকের আগে, আন্দোলনরত ডাক্তাররা জানান, তারা একটি ন্যায্য ও স্বচ্ছ আলোচনার প্রত্যাশা করছেন এবং দাবি করেন যে, এই গুরুত্বপূর্ণ বৈঠকটি একটি প্রশাসনিক স্থানে অনুষ্ঠিত হলে তা আরও ভালো হত। 

বৈঠকের পর চলে মিনিটিস লেখার কাজ। মুখ্যমন্ত্রীর বাড়ি সামনের রাস্তার স্লোগান ওঠে ‘বিচার চাই’। 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর পুজো থিম ‘সখের বাজার’

শারদোৎসবে ৮৯তম বর্ষে কাঁকুড়গাছি মিতালীর থিম ‘সখের বাজার’। স্বপ্ন ও কল্পনার জগৎকে কেন্দ্র করে তৈরি হচ্ছে অভিনব বাজারসদৃশ মণ্ডপ।

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

আরও পড়ুন

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

পুজোয় আসছে ‘ইকোজেনিক’, বর্জ্যকে কাঠকয়লায় পরিণত করার প্রযুক্তি আনছে কলকাতা পুরসভা

পুজোতেই চালু হচ্ছে কলকাতা পুরসভার পরিবেশবান্ধব প্রযুক্তি ‘ইকোজেনিক’। মণ্ডপের বর্জ্য থেকেই তৈরি হবে কাঠকয়লা ও জ্বালানি, জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম