এবারও আয়োজিত হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী। ২০তম এই প্রদর্শনীতে ইতিহাসপ্রেমী ও গবেষকদের জন্য তুলে ধরা হবে প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত বিশ্বের নানা ঐতিহ্যবাহী সংগ্রহ। আয়োজকদের দাবি, এ বছরের প্রদর্শনীতে অতীতের সঙ্গে বর্তমানের এক অনন্য মেলবন্ধন দেখা যাবে।
প্রদর্শনীতে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বিশেষ প্রদর্শনী বিভাগ, যেখানে শতাব্দীপ্রাচীন বই ও ছাপার সামগ্রী প্রদর্শিত হবে। এই সংগ্রহগুলি সংগৃহীত করেছেন সৌভিক রায়। পাশাপাশি থাকছে ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’, যেখানে বিভিন্ন যুগের বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মৃতি, নথি ও দুর্লভ সামগ্রী দর্শকদের সামনে তুলে ধরা হবে। এই বিভাগে এবার থাকছে বাংলার অভিনয় জগতের দুই প্রবাদপ্রতীম ব্যক্তিত্ব অনুপকুমার ও উত্তর কুমারকে নিয়ে প্রদর্শনী। কফি দিয়ে আঁকা মহানায়কের ছবি থাকছে এই প্রদর্শনীতে। যে গুলি একেঁছেন শিল্পী পার্থ মুখার্জি।
এছাড়াও প্রদর্শনীতে থাকবে কমিক ওয়ার্ল্ড, যেখানে কমিকের ইতিহাস ও বিবর্তন তুলে ধরা হবে প্রাচীন সময় থেকে আধুনিক যুগ পর্যন্ত। ইতিহাসভিত্তিক শিল্পকলার অংশ হিসেবে স্থান পেয়েছে মিনিয়েচার ওয়ার্ল্ড, যেখানে ক্ষুদ্রাকৃতির শিল্পকর্ম ও ঐতিহ্যবাহী নিদর্শন প্রদর্শিত হবে।
বস্ত্রপ্রেমীদের জন্য থাকছে আলাদা বিভাগ—টেক্সটাইল লেবেলস, যেখানে ব্রিটিশ রাজ থেকে স্বদেশি আন্দোলনের সময়কার আমদানি করা কাপড়ের লেবেলের নথিভুক্ত সংগ্রহ প্রদর্শন করা হবে। সংগীত অনুরাগীদের জন্য রয়েছে মিউজিক টেস্ট রেকর্ডস বিভাগ, যেখানে প্রাচীন গ্রামোফোন রেকর্ড, সংগীতযন্ত্র ও সংগীতের বিবর্তনের নানা নিদর্শন তুলে ধরা হবে।
আয়োজকদের মতে, এই আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী শুধুমাত্র প্রদর্শনী নয়, বরং নতুন প্রজন্মের কাছে ইতিহাস ও সংস্কৃতিকে জীবন্ত করে তোলার একটি প্রয়াস। ইতিহাস, শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যে আগ্রহীদের জন্য এই প্রদর্শনী কলকাতার সাংস্কৃতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।
৮ জানুয়ারি থেকে এই প্রদর্শনী শুরু হচ্ছে, চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। সাবর্ণ সংগ্রহশালায় (বড়বাড়ি বড়িশা) প্রতিদিন এই প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।


