Home খবর কলকাতা কাল মহালয়া, মহানগরে পূজা-প্রস্তুতি শেষের মুখে  

কাল মহালয়া, মহানগরে পূজা-প্রস্তুতি শেষের মুখে  

0
শেষ পর্যায়ের কাজ চলছে ঢাকুরিয়ার শহিদনগরে। ছবি: রাজীব বসু।

1 পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী

মহালয়া আগামীকাল। তার আগেই পুজো উদ্বোধনে ব্যস্ত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়ালি পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন তিনি। ছবি: রাজীব বসু।

2 ‘শ্রীভূমি’র পুজোমণ্ডপে

তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পুজো উদ্বোধন করছেন। সেই সময় লেক টাউনে ‘শ্রীভূমি’র পুজোমণ্ডপে। ছবি: রাজীব বসু।

3 রামমোহন সম্মিলনীর পুজো

আদিবাসী নৃত্য দিয়ে রামমোহন সম্মিলনীর পুজো উদ্বোধন হল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ও অভিনেত্রী শতাব্দী রায়-সহ অন্য অতিথিরা। নিজস্ব চিত্র।

4 ঠনঠনিয়া লাহাবাড়ি

মহানগরের বনেদি বাড়িগুলির পূজা-প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। উত্তর কলকাতার ঠনঠনিয়া লাহাবাড়ির পূজা। ছবি: রাজীব বসু।

5 প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পী

প্রতিমাশিল্পীরা এখন শেষ মুহূর্তের কাজে ব্যস্ত। অর্জুনপুর আমরা সবাই ক্লাবে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পী ভবতোষ সুতার। ছবি: রাজীব বসু।

6 পুলিশি নজরদারি

কলকাতা পুলিশের তরফে মহানগরে বিভিন্ন পুজোর ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। এরই সুবাদে কলকাতা পুলিশ কমিশনার বিনিত গোয়েল হাজির একডালিয়া এভারগ্রিন পুজোমণ্ডপে। ছবি: রাজীব বসু।

Advertisements
Claim Your Gift Card Now

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version