Homeখবরকলকাতাসন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে মামলার আবেদন, অনুমতি দিলে হাইকোর্টের প্রধান...

সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে মামলার আবেদন, অনুমতি দিলে হাইকোর্টের প্রধান বিচারপতি

প্রকাশিত

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানানো হয়। অভিযোগকারী হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আখতার আলি এই মামলাটি দায়ের করেন এবং ইডি তদন্তের দাবি তোলেন। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আখতারের পক্ষ থেকে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই আবেদনটি উপস্থাপন করেন।

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির বিষয়টি ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে। একই সঙ্গে সন্দীপ ঘোষকে আরও একটি মামলায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় জেরা চলছে। তবে আর্থিক দুর্নীতির অভিযোগটি নতুন করে আলোড়ন তুলেছে। আখতার আলির পক্ষে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি দাবি করেছেন যে, এই গুরুতর অভিযোগ তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে নিয়োগ করা উচিত।

বুধবার প্রধান বিচারপতি শিবজ্ঞানমের এজলাসে দ্বিতীয় আবেদনটি করেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। তিনি জানান, রাজ্য সরকার ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে, তবে সেই সিট কার্যকরভাবে তদন্ত করছে না। তাঁর মতে, এটি জনগণের চোখে ধুলো দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। তাই হাইকোর্টকে অনুরোধ করা হয়েছে, যেন তারা এই বিষয়ে পদক্ষেপ নেয় এবং সঠিক তদন্তের ব্যবস্থা করে।

‘জাস্টিস ফর আরজি কর’-এর দাবিতে শামিল বাঁকুড়ার আকুই গ্রাম, যুবসমাজের উদ্যোগে মৌন মিছিল   

বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আখতার আলির মামলা দায়েরের অনুমতি দেয় এবং চলতি সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে। এই মামলার ফলাফল কী হবে, তা নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।