Homeখবরকলকাতাশিয়ালদহ স্টেশনের ফুড কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা

শিয়ালদহ স্টেশনের ফুড কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা

প্রকাশিত

কলকাতা: শনিবার বিকেলে শিয়ালদহ স্টেশনের দক্ষিণ দিকে অবস্থিত একটি ফুড কোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৪টে নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্যস্ত স্টেশন চত্বরে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে অগ্নিকাণ্ডে বিশাল আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তদন্ত অনুযায়ী, শর্টসার্কিট থেকে এই আগুন লাগার সম্ভাবনা রয়েছে। আবার স্থানীয় সূত্রে জানা গেছে, ফুড কোর্টের একটি রোল কাউন্টার থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে।

ঘটনার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন প্রায় আধ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীরা ‘ফায়ার বল’ ছুড়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বিকেল পৌনে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের ফলে ফুড কোর্টটি পুরোপুরি পুড়ে খাক হয়ে যায়। আশেপাশের কিছু দোকানেরও ক্ষতি হয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। ফুড কোর্টের কর্মীরা খাবার এবং অন্যান্য সামগ্রী বাক্সে ভরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

স্টেশন চত্বরের নিকটেই রয়েছে অটো এবং ট্যাক্সি স্ট্যান্ড, মেট্রো স্টেশন এবং বিআর সিং হাসপাতাল। ফলে এলাকায় বহু মানুষের যাতায়াত ছিল। অগ্নিকাণ্ডের কারণে চত্বরজুড়ে হুড়োহুড়ি শুরু হয় এবং জনসাধারণ ভয় পেয়ে নিরাপদ স্থানে সরে যান।

দমকল সূত্রে জানা গেছে, হতাহতের কোনও খবর নেই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তদন্ত চলছে।

এই ধরনের ঘটনাগুলি এড়াতে স্টেশনের ফুড কোর্ট এবং অন্যান্য দোকানগুলিতে আগুনের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের থিম ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহার সৃজনে রঙের বহুমাত্রিকতা ও দেবীর রঙিন রূপে সাজবে কলকাতার ঐতিহ্যবাহী এই পুজো।

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

আরও পড়ুন

মহালয়ার সকালে কলকাতায় শুটআউট, চারু মার্কেটের জিমে দুষ্কৃতীদের গুলি চালনা

মহালয়ার সকালে চারু মার্কেট এলাকায় এক জিমে ঢুকে দু’জন দুষ্কৃতী গুলি চালায়। জিম মালিককে লক্ষ্য করে হামলা হলেও কেউ আহত হননি। তদন্তে নেমেছে পুলিশ।

গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ, কাল দেবীপক্ষের সূচনা, আসছেন মা দুর্গা  

কলকাতা: আশ্বিনের শারদপ্রাতে ঘুম ভেঙে গিয়েছিল আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠে – যা দেবী সর্বভুতেষু…।...

মহালয়ায় দ্বিগুণ মেট্রো পরিষেবা, সকালেই ট্রেন নামাচ্ছে কর্তৃপক্ষ

২১ সেপ্টেম্বর মহালয়ার দিন বাড়তি মেট্রো পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো। ব্লু লাইনে চলবে ১৮২ ট্রেন, সকাল ৬.৫০ থেকে শুরু হবে যাত্রা।