কলকাতা: শুক্রবার গভীর রাতে উত্তর কলকাতার নিমতলা ঘাটের কাছে একটি কাঠের গুদামে আগুন লাগে। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে সাত ঘণ্টার চেষ্টায় আগুন নেবায়। আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। কেউ হতাহত না হলেও আশেপাশের বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত দেড়টা নাগাদ মহর্ষি দেবেন্দ্র রোডের ধারে ওই কাঠের গুদামে আগুন লাগে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সকাল পৌনে নাগাদ। আশেপাশের ১৭টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

পুড়ে যাওয়ার পরে শনিবার সকালে।
আগুন লাগার খবর পেয়ে রাতেই অকুস্থলে পৌঁছে যান রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। সকালে পৌঁছে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। তিনি জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের আপাতত অস্থায়ী ভাবে একটি কমিউনিটি হলে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলেন, রাতে আগুন লাগার পর তাঁরা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তা থেকেই অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগে থাকতে পারে।
শনিবার ভোরে দমকলমন্ত্রী জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে দমকলের চারটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছেছিল। পরে আরও ইঞ্জিন যায়। সব মিলিয়ে ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকলের পাশাপাশি কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরাও দুর্ঘটনাস্থলে ছিলেন।
ছবি: রাজীব বসু