দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলিপুর চিড়িয়াখানায় এসে পৌঁছল দুটি সবুজ অ্যানাকোন্ডা—যা বিশ্বের সবচেয়ে ভারী এবং দ্বিতীয় দীর্ঘতম সাপ। প্রায় ৩৫ ঘণ্টার পথ পেরিয়ে চেন্নাইয়ের দ্য মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্ক ট্রাস্ট অ্যান্ড সেন্টার ফর হারপেটোলজি থেকে শুক্রবার রাতে বিশেষ গ্রিন করিডর ব্যবহার করে কলকাতায় আনা হয়েছে এই বিরল সরীসৃপ দু’টি।
চিড়িয়াখানার ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায় জানান, প্রায় ১,৭০০ কিলোমিটার পথ সাপের জন্য বিশেষ কন্টেইনারে করে আনা হয়েছে। আপাতত তাদের দু’সপ্তাহ আইসোলেশনে রাখা হবে। প্রতিটি অ্যানাকোন্ডার দৈর্ঘ্য প্রায় ৩-৪ ফুট হলেও পূর্ণবয়স্ক হলে তারা ১৮-১৯ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। দক্ষিণ আমেরিকা ও ত্রিনিদাদ দ্বীপপুঞ্জে পাওয়া যায় এই প্রজাতির সাপ, যা আকারে রেটিকুলেটেড পাইথনের তুলনায় কিছুটা ছোট হলেও অনেক বেশি ভারী।
এই অ্যানাকোন্ডাগুলি এসেছে একটি বিনিময় কর্মসূচির আওতায়। এর আগে আলিপুর চিড়িয়াখানা থেকে ব্যান্ডেড ক্রাইট এবং সবুজ ইগুয়ানা পাঠানো হয়েছিল চেন্নাই চিড়িয়াখানায়। মোট চারটি সবুজ অ্যানাকোন্ডা পাওয়ার কথা, বাকিগুলি পরবর্তী সময়ে আসবে। ইতিমধ্যেই তাদের জন্য চিড়িয়াখানায় বিশেষ ঘেরা জায়গা তৈরি হয়েছে, যেখানে রয়েছে অগভীর জলাধার ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা।
২০১৯ সালে একই সংস্থার থেকে হলুদ অ্যানাকোন্ডা এনেছিল শহরের চিড়িয়াখানা। সেগুলি আকারে তুলনায় ছোট হলেও দেখতে প্রায় একই রকম।
এছাড়া, কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ অনুমোদিত আরেকটি বিনিময় কর্মসূচির আওতায় রাঁচির বীরসা মুন্ডা বায়োলজিক্যাল পার্ক থেকে আলিপুর চিড়িয়াখানায় আসছে এক জোড়া ঘড়িয়াল, হিমালয়ান ব্ল্যাক বিয়ার ও উটপাখি। এর বিনিময়ে কলকাতা থেকে ইতিমধ্যেই একটি জিরাফ পাঠানো হয়েছে রাঁচি চিড়িয়াখানায়।
আরও পড়ুন: নোটিশ পেয়েও নিশ্চুপ, বিপজ্জনক বাড়ির মালিকদের বিরুদ্ধে এবার এফআইআর করবে কলকাতা পুরসভা
মেট্রো যাত্রীদের জন্য সুখবর, ১১ আগস্ট থেকে বাড়ছে ট্রেন ও পরিষেবার সময়