আগামী সোমবার, ১১ আগস্ট থেকে কলকাতার মেট্রো যাত্রীদের জন্য আসছে সুখবর। বাড়ছে মেট্রোর সংখ্যা, সঙ্গে পরিষেবার সময়ও এগোচ্ছে বলে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রো কর্তৃপক্ষ।
গ্রিন লাইন ১ (শিয়ালদহ–সল্টলেক)
এই রুটে যুক্ত হচ্ছে দুটি অতিরিক্ত ট্রেন। এখন থেকে আপ ও ডাউন মিলিয়ে চলবে মোট ১০৮টি মেট্রো, যেখানে আগে ছিল ১০৬টি। পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৩৫ মিনিটে—শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে ৬:৩৫-এ (আগে ৬:৫৫)। সল্টলেক থেকেও প্রথম মেট্রো ছাড়বে ৬:৪০-এ (আগে ৭টা)। রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত। রবিবার পরিষেবা বন্ধ থাকবে।
গ্রিন লাইন ২ (হাওড়া ময়দান–এসপ্ল্যানেড)
বর্তমানে ১৩০টি মেট্রো চললেও সোমবার থেকে তা বেড়ে হবে ১৩৪টি। পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে (আগে ৭টা)। হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড উভয় দিক থেকেই প্রথম মেট্রো ছাড়বে ৬:৩০-এ। রাত ৯:৪৫-এ শেষ মেট্রো অপরিবর্তিত থাকবে। রবিবার পরিষেবা চালু থাকবে।
পার্পল লাইন (জোকা–মাঝেরহাট)
এই রুটে ট্রেন সংখ্যা ৭২ থেকে বেড়ে হবে ৮০। পরিষেবা শুরু হবে আগেভাগে—জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে ৬:৫০-এ (আগে ৮টা) এবং মাঝেরহাট থেকে ছাড়বে ৭:১৪-এ (আগে ৭:৫৭)। শেষ মেট্রোর সময়ও কিছুটা বাড়ছে—জোকা থেকে ৮:৩৬ এবং মাঝেরহাট থেকে ৮:৫৭। শনিবার ও রবিবার এই রুটে পরিষেবা বন্ধ থাকবে।
এই পরিবর্তনের ফলে যাত্রীদের ভিড় সামলানো ও দৈনন্দিন যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us