Home খবর কলকাতা আম্পায়ারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইডেন গার্ডেন্সে স্বাস্থ্যপরীক্ষা ও রক্তদান শিবির

আম্পায়ারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইডেন গার্ডেন্সে স্বাস্থ্যপরীক্ষা ও রক্তদান শিবির

ভাষণ দিচ্ছেন বাংলা তথা দেশের প্রাক্তন জাতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল।

সঞ্জয় হাজরা

কলকাতার ইডেন গার্ডেন্সে ‘আম্পায়ারস অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর উদ্যোগে ১৭তম স্বাস্থ্যপরীক্ষা এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হল শনিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা, বিখ্যাত চিত্র ও সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, আম্পায়ারস সাব কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা।

UCAB camp 3 07.09

ইন্দ্রদীপ দাশগুপ্তকে সংবর্ধনা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছরের মতো এবারও ক্রিকেটের সঙ্গে যুক্ত আধিকারিক, আম্পায়ার ও সুধীজনরা এই অনুষ্ঠানে যোগ দেন। ‘আম্পায়ারস অফ ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর সাধারণ সম্পাদক কনিষ্ক রায়চৌধুরী বলেন, “প্রথম বছর মাত্র দুটো প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা দিয়ে এই শিবির শুরু হয়েছিল। পায়ে পায়ে আজ ১৭ বছরে পা দিলাম আমরা। আর আজ একাধিক স্বাস্থ্যপরীক্ষার যেমন সংযুক্তিকরণ হয়েছে, পাশাপাশি সংযুক্তি ঘটেছে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক চিকিৎসার মতো স্বাস্থ্য পরামর্শের দিকগুলো। সিএবি-র (‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল) সম্পূর্ণ সহায়তায় আজ এই স্বাস্থ্যপরীক্ষা শিবির তথা রক্তদান শিবির এক মিলনমেলায় পরিণত হয়েছে।

শিবিরে চলছে স্বাস্থ্যপরীক্ষা।

কনিষ্কবাবু আরও জানালেন, সিএবি আধিকারিকদের সমর্থনে এবং আম্পায়ারস অ্যাসোসিয়েশনের প্রতিটি সদস্যের ঐকান্তিক প্রচেষ্টায় শহরের বিভিন্ন নামীদামি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ-সহ একাধিক স্বাস্থ্যপরীক্ষণ সংস্থা এই শিবিরে যোগদান করেছেন। এই শিবিরে বাংলা তথা ভারতের বেশ কিছু বিশিষ্ট ডাক্তারবাবুর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে তুলেছে।

ছবি: প্রতিবেদক

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version