Homeখবরকলকাতাদুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল...

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

প্রকাশিত

কলকাতা শহরের দীর্ঘস্থায়ী বর্ষা ও উত্তর কলকাতার জলজট সমস্যা মাথায় রেখে দ্রুত গতিতে নির্মাণ কাজ শুরু হয়েছে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশনের। কলকাতা পুরসভার (KMC) তরফে জানানো হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই অন্তত দুটি হেভি-ডিউটি পাম্প বসিয়ে স্টেশনটিকে আংশিকভাবে কার্যকর করা হবে, যাতে দুর্গাপূজোর আগে জল জমে না থাকে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, নতুন এই পাম্পিং স্টেশনে মোট পাঁচটি শক্তিশালী পাম্প বসানো হবে, যা আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, মক্তারামবাবু স্ট্রিট, সুকিয়াস স্ট্রিট, কেশব সেন স্ট্রিট, বিদ্যাসাগর সরণির একাংশ ও চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মতো জলজটপ্রবণ অঞ্চলের সমস্যার স্থায়ী সমাধান করবে।

পুরসভার ড্রেনেজ বিভাগের এক আধিকারিক জানান, উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের জল সঞ্চালনের জন্য পুরনো ছোট পাম্পিং স্টেশনটি আর যথেষ্ট নয়। সেই ঘাটতি পূরণ করতেই প্রায় ৬০ কোটি টাকার প্রকল্পে হৃষীকেশ পার্কে তৈরি হচ্ছে আধুনিক ড্রেনেজ পাম্পিং স্টেশন।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই প্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন। জানা গিয়েছে, এক সময় কলকাতার প্রাক্তন মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসুও উত্তর কলকাতার এই অঞ্চলের জলনিকাশি ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।

এই প্রকল্পে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারাও। আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা সায়ন্তন ঘোষ বলেন, “বৃষ্টি হলেই জল জমে যায়। বছরের পর বছর ধরে আমরা কষ্ট পাচ্ছি। নতুন পাম্পিং স্টেশন যদি সময়মতো তৈরি হয়, তাহলে অনেকটাই উপকার পাব।”

মুক্তারামবাবু স্ট্রিটের ব্যবসায়ী সজল গুপ্ত বলেন, “প্রতি বছর বৃষ্টিতে ঘরবন্দি হয়ে পড়ি। দোকান খুলতে পারি না, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। নতুন পাম্পিং স্টেশন হলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। আশা করছি, দ্রুত এর সুফল পাব।”

পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী বছর নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশনটি পুরোপুরি উদ্বোধন করা হবে। তবে আপাতত সেপ্টেম্বরের মধ্যেই আংশিকভাবে চালু করে কিছুটা স্বস্তি দিতে চায় কলকাতা পুরসভা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।