Homeখবরকলকাতাদুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল...

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

প্রকাশিত

কলকাতা শহরের দীর্ঘস্থায়ী বর্ষা ও উত্তর কলকাতার জলজট সমস্যা মাথায় রেখে দ্রুত গতিতে নির্মাণ কাজ শুরু হয়েছে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশনের। কলকাতা পুরসভার (KMC) তরফে জানানো হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই অন্তত দুটি হেভি-ডিউটি পাম্প বসিয়ে স্টেশনটিকে আংশিকভাবে কার্যকর করা হবে, যাতে দুর্গাপূজোর আগে জল জমে না থাকে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, নতুন এই পাম্পিং স্টেশনে মোট পাঁচটি শক্তিশালী পাম্প বসানো হবে, যা আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, মক্তারামবাবু স্ট্রিট, সুকিয়াস স্ট্রিট, কেশব সেন স্ট্রিট, বিদ্যাসাগর সরণির একাংশ ও চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের মতো জলজটপ্রবণ অঞ্চলের সমস্যার স্থায়ী সমাধান করবে।

পুরসভার ড্রেনেজ বিভাগের এক আধিকারিক জানান, উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের জল সঞ্চালনের জন্য পুরনো ছোট পাম্পিং স্টেশনটি আর যথেষ্ট নয়। সেই ঘাটতি পূরণ করতেই প্রায় ৬০ কোটি টাকার প্রকল্পে হৃষীকেশ পার্কে তৈরি হচ্ছে আধুনিক ড্রেনেজ পাম্পিং স্টেশন।

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই প্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন। জানা গিয়েছে, এক সময় কলকাতার প্রাক্তন মেয়র নেতাজি সুভাষচন্দ্র বসুও উত্তর কলকাতার এই অঞ্চলের জলনিকাশি ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।

এই প্রকল্পে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারাও। আমহার্স্ট স্ট্রিটের বাসিন্দা সায়ন্তন ঘোষ বলেন, “বৃষ্টি হলেই জল জমে যায়। বছরের পর বছর ধরে আমরা কষ্ট পাচ্ছি। নতুন পাম্পিং স্টেশন যদি সময়মতো তৈরি হয়, তাহলে অনেকটাই উপকার পাব।”

মুক্তারামবাবু স্ট্রিটের ব্যবসায়ী সজল গুপ্ত বলেন, “প্রতি বছর বৃষ্টিতে ঘরবন্দি হয়ে পড়ি। দোকান খুলতে পারি না, ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। নতুন পাম্পিং স্টেশন হলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। আশা করছি, দ্রুত এর সুফল পাব।”

পুরসভার তরফে জানানো হয়েছে, আগামী বছর নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশনটি পুরোপুরি উদ্বোধন করা হবে। তবে আপাতত সেপ্টেম্বরের মধ্যেই আংশিকভাবে চালু করে কিছুটা স্বস্তি দিতে চায় কলকাতা পুরসভা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

আরও পড়ুন

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

শুরু হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবার পর্ষদ আয়োজিত ২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসব

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস ও ঐতিহ্য প্রদর্শনী ২০২৬-এ বিশেষ আকর্ষণ ‘ফেমাস পিপল রেট্রোস্পেকটিভ’। দুর্লভ নথি ও স্মারকের মাধ্যমে তুলে ধরা হবে বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবন ও অবদান।

আইএসআই ক্যাম্পাসে গাছ কাটা নিয়ে বিতর্ক, কীসের ভিত্তিতে অনুমতি, তদন্তে নামল বন উন্নয়ন পর্ষদ

কলকাতার আইএসআই ক্যাম্পাসে একাধিক গাছ কাটার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক। কেন গাছ কাটা হল ও কী ভাবে অনুমতি মিলল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করল পশ্চিমবঙ্গ বন উন্নয়ন পর্ষদ।