খবর অনলাইন ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়ার ডাক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) থেকে সাসপেন্ড হয়ে গেলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তিনি আইএমএ-র কলকাতা শাখার সহ-সভাপতি ছিলেন।
জুনিয়ার ডাক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে সিবিআই তদন্ত চলার পরিপ্রেক্ষিতে আইএমএ-র শৃঙ্খলারক্ষা কমিটি সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।
সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত জানিয়ে আইএমএ তার নির্দেশে বলেছে, সংস্থার জাতীয় সভাপতি ড. আরভি অশোকান যে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করেন, সেই কমিটি স্বতঃপ্রণোদিত হয়ে হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারের ধর্ষণ ও হত্যা এবং তার পরবর্তী ঘটনাবলি বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।
ওই নির্দেশে বলা হয়েছে, ড. আরভি অশোকানকে নিয়ে আইএমএ-র সাধারণ সম্পাদক নিহত জুনিয়ার ডাক্তারের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।
আইএমএ-র নির্দেশে সন্দীপ ঘোষের উদ্দেশে বলা হয়েছে, “গোটা পরিস্থিতি মোকাবিলা করা নিয়ে আপনার বিরুদ্ধে তাঁদের অনেক অভিযোগ রয়েছে। আপনি যে দায়িত্বে রয়েছেন, সেই দায়িত্বে থেকে পুরো ঘটনাটা সহানুভূতি ও সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করার ব্যাপারে আপনার দিক থেকে গাফিলতি ছিল।”
আইএমএ আরও বলেছে, “আপনি এই পেশায় যে ধরনের অশ্রদ্ধা সৃষ্টি করেছেন তার জন্য সংস্থার বাংলা শাখা এবং ডাক্তারদের আরও কিছু সংগঠন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।”
নির্দেশে বলা হয়েছে, আইএমএ-র শৃঙ্খলারক্ষা কমিটি “সর্বসম্মতভাবে আপনাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।”
আরও পড়ুন
বন্ধে সমর্থন নেই, শান্তিপূর্ণ পথেই আন্দোলন জারি রাখতে চায় আরজি কর