Homeখবরকলকাতাযাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে সেমিনার, নির্দেশ হাইকোর্টের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে সেমিনার, নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে আর কোনও সেমিনার বা অনুষ্ঠান আয়োজন করা যাবে না, এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় দেয়। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পড়াশোনার বিষয় ছাড়া অন্য কোনও অনুষ্ঠান আয়োজন করা যাবে না, যেখানে রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলার শুনানিতে আদালত জানতে চেয়েছে, গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একাধিক এফআইআর দায়ের হলেও কেন কর্তৃপক্ষ পুলিশের সহযোগিতা নেননি। প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, “বিশ্ববিদ্যালয়ে বারবার বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, অথচ কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নিচ্ছেন না। কেন পুলিশি সাহায্য চাওয়া হয়নি, তা পরবর্তী শুনানিতে ব্যাখ্যা করতে হবে।”

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ, বিক্ষোভের জেরে মামলা

এই মামলার সূত্রপাত কয়েকদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যোগদানকে কেন্দ্র করে। ছাত্রভোটের দাবিতে শিক্ষামন্ত্রীর গাড়ি আটকানো হয়, এমনকি তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় ব্রাত্য বসুর গাড়ির কাচ ভেঙে যায় এবং তিনি আহত হন। পাল্টা অভিযোগ ওঠে, শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় কয়েকজন ছাত্র আহত হয়েছেন।

এই ঘটনার পর আদালতে জানানো হয়, বারবার অশান্তি হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। সেই প্রেক্ষিতেই হাইকোর্ট নির্দেশ দেয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত প্রতিবেদন তিন সপ্তাহের মধ্যে জমা দিতে হবে।

আদালতের পর্যবেক্ষণ ও রাজনৈতিক প্রতিক্রিয়া

ব্রাত্য বসুর যাদবপুরে যাওয়া নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, “বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি যদি খারাপ হয়, তাহলে কেন শিক্ষামন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করলেন? এর ফল তো আরও খারাপ হতে পারত।”

এই রায়ের পর প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “যাদবপুর কি কোনও আলাদা দ্বীপরাষ্ট্র? মানুষ মাত্রেই রাজনৈতিক। আমার মনে হয়, আদালত বলতে চেয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যেন বিশ্ববিদ্যালয়ে না যান, ঠিক যেমনটা ব্রাত্য বসু করেছিলেন।”

এখন দেখার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যাখ্যা দেয় এবং পরবর্তী শুনানিতে আদালত কী সিদ্ধান্ত নেয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

আরও পড়ুন

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।