আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নামলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা। শনিবার তারা বিশ্ববিদ্যালয়ের চারটি গেট থেকে মিছিল শুরু করেন, যা শেষ হয় সুলেখা মোড়ে। সেখানেই একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এই মিছিলে অংশ নেন শতাধিক ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা। সবার একটাই দাবি—এই নির্মম ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে। তারা স্পষ্টভাবে জানান, সমাজে নারীদের সুরক্ষার বিষয়টি নিয়ে কোনও রকম আপস করা চলবে না। এই ঘটনার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কেউ কেউ এই মিছিলে অংশ নেন।
বৃষ্টি মাথায় করে বামেদের লালবাজার অভিযান, পুলিশি তলবে গেলেন মিনাক্ষী সহ ৭ নেতাকর্মী
মিছিলে বিভিন্ন ধরনের পোস্টার এবং প্ল্যাকার্ড বহন করা হয়, যেখানে বিচার দাবির সঙ্গে সঙ্গে নারীদের নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মতে, সমাজের প্রতিটি স্তরে নারীদের বিরুদ্ধে হওয়া হিংসা বন্ধ করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
মিছিল শেষে সুলেখা মোড়ে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা আর জি কর হাসপাতালের ঘটনায় শোক প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।