Home শিক্ষা ও কেরিয়ার নয়া পেনশন নীতিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, ‘ইউনিফাইড পেনশন স্কিম’-এ কী সুবিধা মিলবে?

নয়া পেনশন নীতিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার, ‘ইউনিফাইড পেনশন স্কিম’-এ কী সুবিধা মিলবে?

মোদী সরকার নতুন পেনশন নীতি ‘ইউনিফাইড পেনশন স্কিম’ (UPS) চালু করার ঘোষণা করল। শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদমাধ্যমের সামনে এই ঘোষণা করেন। নতুন পেনশন নীতির আওতায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। নতুন এই স্কিম ২০২৫ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

নতুন পেনশন নীতি সম্পর্কে বিশদে জানাতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ‘ইউনিফাইড পেনশন স্কিম’ পুরানো পেনশন নীতির থেকে একেবারে ভিন্ন। এখানে পেনশনের অঙ্ক নির্ভর করবে কর্মীর চাকরির মেয়াদের উপর। উদাহরণস্বরূপ, যদি কোনও কর্মী ২৫ বছর পর্যন্ত চাকরি করেন, তবে অবসরের আগের ১২ মাসের বেসিক-পে-এর ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন। এছাড়াও, কোনও পেনভোগীর মৃত্যু হলে, তাঁর পরিবার মৃত্যুকালীন পেনশনের ৬০ শতাংশ পর্যন্ত পাবে।

পাশাপাশি, ১০ বছর চাকরি করার পর যদি কেউ চাকরি ছেড়ে দেন, তবে তিনি মাসিক ১০ হাজার টাকা পেনশন হিসেবে পাবেন। এই নতুন পেনশন নীতির মাধ্যমে কর্মচারীরা চাইলে ন্যাশনাল পেনশন স্কিম (NPS) অথবা ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এর মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে পারবেন। ইউনিফাইড পেনশন স্কিমের ক্ষেত্রে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে পেনশন অঙ্কও বাড়বে। যারা বর্তমানে ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় রয়েছেন, তাঁরাও চাইলে নতুন পেনশন স্কিমে স্থানান্তরিত হতে পারবেন।

৭৮% ডেলিভারি কর্মীর বার্ষিক আয় আড়াই লাখ টাকার নিচে, কর নিয়ে সচেতনতা কম, বলছে সমীক্ষা

উল্লেখ্য, পুরানো পেনশন স্কিম ফিরিয়ে আনার দাবিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশ বহুদিন ধরে সরব ছিলেন। এই দাবির প্রেক্ষিতে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন ‘জয়েন্ট কনসালটিভ মেকানিজম’-এর প্রতিনিধিরা। তবে বিশেষজ্ঞদের মতে, পুরানো পেনশন স্কিম ফিরিয়ে আনলে সরকারের উপর আর্থিক বোঝা অনেক বেড়ে যেত। এই পরিস্থিতিতে সরকার নতুন ‘ইউনিফাইড পেনশন স্কিম’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এই স্কিমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পেনশন তহবিলে অবদান রাখা হবে ১৮.৫ শতাংশ, যা বর্তমানে বিদ্যমান NPS-এর তুলনায় সামান্য বেশি। NPS-এ কর্মচারীদের অবদান ১০ শতাংশ এবং সরকারের অবদান ১৮ শতাংশ। এই নতুন স্কিমের মাধ্যমে সরকার আশা করছে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version