Home খবর কলকাতা বৃষ্টি মাথায় করে বামেদের লালবাজার অভিযান, পুলিশি তলবে গেলেন মিনাক্ষী সহ ৭...

বৃষ্টি মাথায় করে বামেদের লালবাজার অভিযান, পুলিশি তলবে গেলেন মিনাক্ষী সহ ৭ নেতাকর্মী

SFI and DYFI Protest Against Police Summons Over RG Kar Hospital Incident

আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই-এর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলে লালবাজার অভিযানের ডাক দিয়েছিল সংগঠনগুলি। পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী, শনিবার দুপুরে কলেজ স্ট্রিট থেকে বাম ছাত্র-যুবদের মিছিল শুরু হয়। বৃষ্টি মাথায় নিয়েই মিছিলে অংশগ্রহণ করেন সংগঠনগুলির কর্মী সমর্থকরা। 

তাদের দাবি, আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়-সহ সাতজন বাম নেতাকর্মীকে তলব করে নোটিস দিয়েছে লালবাজার পুলিশ। এই তলবের প্রতিবাদে প্রতীকী গণহাজিরা দেওয়ার লক্ষ্যে এই মিছিলের আয়োজন।

তবে লালবাজারের উদ্দেশে যাওয়া মিছিল পুলিশ ব্যারিকেড দিয়ে অনেক আগেই আটকে দেয়। ব্যারিকেডের অপর প্রান্ত থেকে স্লোগান দিতে থাকেন বাম ছাত্র-যুবরা। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দ্রুত শাস্তি দাবি করে এবং সেই সঙ্গে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানানো হয়। মিছিলে বাম ছাত্র-যুবদের সঙ্গে যোগ দেন গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরাও।

আরজি কর-কাণ্ডে প্রতিবাদ মিছিল, হাওড়ার ৩ স্কুলকে শিক্ষা দফতরের শোকজ নোটিস

যে সাতজন বাম নেতাকর্মীকে পুলিশ তলব করেছিল, তাঁরা আইনজীবীদের সঙ্গে নিয়ে লালবাজারে হাজির হন। মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “অপরাধীদের আড়াল করার চেষ্টা মানুষ ভালোভাবে নিচ্ছে না। বামপন্থীদের উপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে, কিন্তু আমরা ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাব। আমরা ভয় পাই না।”

গত ১৪ অগস্ট রাতের ‘মেয়েদের রাত দখলে’ কর্মসূচির মধ্যে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে হামলা চালানোর ঘটনায় পুলিশের অভিযোগের মুখে পড়ে বাম যুব সংগঠন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করেন, হামলার সময় ডিওয়াইএফআই-এর পতাকা দেখা গিয়েছে। এর পরেই মিনাক্ষী মুখোপাধ্যায়-সহ সাত বাম নেতাকর্মীকে তলব করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version