যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল (১লা মার্চ) এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে, যা গণতান্ত্রিক অধিকার এবং ছাত্র আন্দোলনের ওপর আঘাত হিসেবে দেখছে রাজ্যের শিক্ষাঙ্গন। অভিযোগ, রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু প্রতিবাদরত ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দেন, যার ফলে দুজন ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হয়ে ওঠে। ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা শুধু শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়, এটি গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ। অভয়া মঞ্চ এই ঘটনাকে ‘অপরাধমূলক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করে কড়া প্রতিবাদ জানিয়েছে।
এদিকে, এপিডিআর-এর পক্ষ থেকে আজ যাদবপুর কফি হাউসের সামনে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, এই হামলার বিরুদ্ধে রাজ্যের নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করা উচিত।
অন্যদিকে, ঘটনার জেরে একজন পড়ুয়াকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে যাদবপুর থানায় পাঁচটি এফআইআর দায়ের হয়েছে, যার মধ্যে তিনটি ওয়েবকুপার পক্ষ থেকে দায়ের করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ এনেছে ওয়েবকুপা। অপরদিকে, ছাত্রদের তরফ থেকেও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে সতর্ক রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ছাত্রদের আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে এবং এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।