Homeখবরকলকাতাযাদবপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ছাত্রদের উপর গাড়ি চালানোর অভিযোগ, প্রতিবাদে অভয়া মঞ্চ ও...

যাদবপুরে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ছাত্রদের উপর গাড়ি চালানোর অভিযোগ, প্রতিবাদে অভয়া মঞ্চ ও এপিডিআর

প্রকাশিত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতকাল (১লা মার্চ) এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে, যা গণতান্ত্রিক অধিকার এবং ছাত্র আন্দোলনের ওপর আঘাত হিসেবে দেখছে রাজ্যের শিক্ষাঙ্গন। অভিযোগ, রাজ্যের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু প্রতিবাদরত ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দেন, যার ফলে দুজন ছাত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হয়ে ওঠে। ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা শুধু শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়, এটি গণতন্ত্রের উপর সরাসরি আক্রমণ। অভয়া মঞ্চ এই ঘটনাকে ‘অপরাধমূলক ও নিন্দনীয়’ বলে উল্লেখ করে কড়া প্রতিবাদ জানিয়েছে।

এদিকে, এপিডিআর-এর পক্ষ থেকে আজ যাদবপুর কফি হাউসের সামনে একটি বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, এই হামলার বিরুদ্ধে রাজ্যের নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করা উচিত।

অন্যদিকে, ঘটনার জেরে একজন পড়ুয়াকে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে যাদবপুর থানায় পাঁচটি এফআইআর দায়ের হয়েছে, যার মধ্যে তিনটি ওয়েবকুপার পক্ষ থেকে দায়ের করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ এনেছে ওয়েবকুপা। অপরদিকে, ছাত্রদের তরফ থেকেও শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে সতর্ক রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ছাত্রদের আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে এবং এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

আরও পড়ুন

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।