জোকা-মাঝেরহাট রুটের মেট্রোযাত্রীদের জন্য এসেছে এক আনন্দের খবর। আগামী ১৪ জুলাই, সোমবার থেকে এই রুটে বাড়তে চলেছে মেট্রোর পরিষেবা সংখ্যা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, প্রতিদিনের মোট ৬২টি পরিষেবা-র পরিবর্তে ৭২টি পরিষেবা চালানো হবে।
এখানেই শেষ নয়। দুই মেট্রোরেকের মধ্যে যাত্রার ব্যবধানও কমানো হয়েছে। বর্তমানে প্রতি ২৪ মিনিট অন্তর এক একটি মেট্রো পাওয়া যায় এই রুটে। সোমবার থেকে তা কমে হবে ২১ মিনিট, অর্থাৎ আগের তুলনায় আরও কম সময় অপেক্ষা করতে হবে যাত্রীদের।
এছাড়াও পরিবর্তন আসছে দিনের শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে। এতদিন রাত ৮টায় শেষ ট্রেন ছাড়ত জোকা ও মাঝেরহাট থেকে। নতুন নিয়ম অনুযায়ী, সোমবার থেকে দুই স্টেশন থেকেই রাত ৮টা ১৫ মিনিটে শেষ মেট্রো যাত্রা শুরু করবে। তবে, দিনের প্রথম মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে। আগের মতোই জোকা থেকে সকাল ৭টা ৫৭ মিনিটে এবং মাঝেরহাট থেকে সকাল ৮টায় ছাড়বে দিনের প্রথম ট্রেন।
সারাংশে, নতুন রুটে যাত্রীসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মেট্রোর এই সময়সূচির রদবদল যাত্রীদের যাতায়াতকে করবে আরও স্বচ্ছন্দ ও সুবিধাজনক। যাত্রীদের জন্য মেট্রো কর্তৃপক্ষের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।
আরও পড়ুন: কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের