Homeখবরকলকাতাধুঁকছে যাত্রীসংখ্যায়, তবু বাড়ছে জোকা-মাঝেরহাট মেট্রোর সংখ্যা, বদল সময়সূচিতেও

ধুঁকছে যাত্রীসংখ্যায়, তবু বাড়ছে জোকা-মাঝেরহাট মেট্রোর সংখ্যা, বদল সময়সূচিতেও

প্রকাশিত

শুরু থেকেই যাত্রীর অভাবে ধুঁকছে জোকা-মাঝেরহাট মেট্রো করিডর। সপ্তাহে মাত্র পাঁচদিন, তাও কয়েক ঘণ্টার জন্য চালু থাকা এই রুটে আশানুরূপ সাড়া মেলেনি। তবে এবার পরিষেবা জনপ্রিয় করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী সোমবার, ৫ মে থেকে এই রুটে পরিষেবা বাড়িয়ে দিনে ৪০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে আপ ও ডাউন মিলে মোট ১৮টি পরিষেবা থাকলেও, সোমবার থেকে তা বাড়িয়ে করা হচ্ছে ২০টি আপ ও ২০টি ডাউন পরিষেবা। সময়ের ব্যবধানও কমানো হচ্ছে। এখন একেকটি রেকের ফাঁকে প্রায় ৫০ মিনিট অপেক্ষা করতে হয় যাত্রীদের। তবে সোমবার থেকে প্রতি ২২ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা। এতে কিছুটা হলেও যাত্রীদের ভোগান্তি কমবে বলে আশা।

এছাড়া সময়সূচিতেও আনা হচ্ছে পরিবর্তন। এতদিন মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ত সকাল ৮টা ৫৫ মিনিটে। সোমবার থেকে তা ছাড়বে সকাল ৮টা ২৭ মিনিটে। যদিও জোকা থেকে প্রথম ট্রেন আগের মতোই সকাল সাড়ে ৮টায় থাকবে।

দিনের শেষ মেট্রোও এখন থেকে দুই স্টেশন থেকে একসঙ্গে দুপুর ৩টে ২৮ মিনিটে ছাড়বে। এতদিন মাঝেরহাট থেকে ৩টে ৩৫ মিনিটে ও জোকা থেকে ৩টে ১০ মিনিটে শেষ ট্রেন যেত।

যদিও এই পরিষেবা বৃদ্ধি আদৌ যাত্রী সংখ্যা বাড়াতে পারবে কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন মেট্রো আধিকারিকরাও। কারণ, এই রুটে এখনো বড় কোনও সংযোগ বা ইন্টারচেঞ্জ না থাকায় যাত্রীদের উৎসাহ তুলনামূলকভাবে কম।

তবুও ভবিষ্যতের কথা ভেবে সময় মতো ট্রেন দেওয়া এবং পরিষেবা বাড়ানো—এই দুই উদ্যোগের মাধ্যমে মেট্রো কর্তৃপক্ষ জোকা-মাঝেরহাট রুটকে স্থায়ী যাত্রীভিত্তি গড়ে তুলতে চাইছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২%, ২০১১ সালের পর সর্বোচ্চ; প্রথম স্থানে দু’জন, দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র

চলতি বছরে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে পাশের হার ৯৩.৭২ শতাংশ, যা ২০১১ সালের পর সর্বোচ্চ। প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। পাশের হারে শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা।

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

আরও পড়ুন

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মহানগরীতে অন্য ধরনের ভাইফোঁটা: প্রখ্যাত আলোকচিত্রী ক্যামেরায়

খবর অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ছিল ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের দীর্ঘায়ু কামনা করলেন...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।