Home খবর কলকাতা কসবা গণধর্ষণ কাণ্ডে সিট গঠন, কলেজের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ শিক্ষামন্ত্রীর

কসবা গণধর্ষণ কাণ্ডে সিট গঠন, কলেজের নিরাপত্তা খতিয়ে দেখার নির্দেশ শিক্ষামন্ত্রীর

front image of Kasba thana

দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল কলকাতা পুলিশ। দক্ষিণ শহরতলি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে চার সদস্যের এই কমিটি দ্রুত তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই নির্যাতিতা এবং তাঁর বাবা-মায়ের গোপন জবানবন্দি রেকর্ড করার জন্য সংশ্লিষ্ট আদালতের কাছে অনুমতি চেয়েছে তদন্তকারী দল।

রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গোটা ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি কলেজের জেনারেল বডির বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন তিনি। কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখতে বলেছেন শিক্ষামন্ত্রী।

ব্রাত্য বসু বলেন, ‘‘কলেজ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে।’’

উল্লেখ্য, এই ঘটনার পর থেকেই কলেজে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত তিনজন ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছে। তদন্ত দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন: কলকাতা গণধর্ষণ কাণ্ডে লোমহর্ষক তথ্য! আইন ছাত্রীকে ‘হকির স্টিক দিয়ে মারধর, ভিডিও করে ব্ল্যাকমেল’ অভিযোগ

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version