Home প্রযুক্তি অ্যান্ড্রয়েডে এবার চুরি ঠেকাতে গুগলের নতুন তিন সিকিউরিটি ফিচার! ফোন হাতছাড়া হলেই...

অ্যান্ড্রয়েডে এবার চুরি ঠেকাতে গুগলের নতুন তিন সিকিউরিটি ফিচার! ফোন হাতছাড়া হলেই সঙ্গে সঙ্গে লক

0

স্মার্টফোন চুরি রুখতে টেক জায়েন্ট গুগল আইফোনের মতো অ্যান্ড্রয়েড ডিভাইসে থেফট ডিটেকশন লক (Theft Detection Lock), অফলাইন ডিভাইস লক (Offline Device Lock) এবং রিমোট লকের (Remote Lock) মতো তিনটি নতুন ফিচার নিয়ে এল। যেগুলির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজের ডিভাইসের ব্যক্তিগত ডেটা সুরক্ষিত রাখতে পারবেন। আপাতত আমেরিকায় চালু হয়েচে, আশা করা হচ্ছে খুব শিগগিরই গোটা বিশ্বে এই ফিচারগুলি চালু করা হবে।

Google-এর এই নতুন সিকিউরিটি টুল গুলির মধ্যে অন্যতম একটি ফিচার হল থেফট ডিটেকশন লক (Theft Detection Lock)। কারণ যদি কখনো কোনো মানুষের হাত থেকে স্মার্টফোন চুরি যায়, তাহলে এই ফিচারটি তৎক্ষণাৎ সক্রিয় হয়ে যাবে। যার ফলে চোর কোনো মতেই ফোন ব্যবহার করতে পারবে না। এই সিস্টেমটি একটি মেশিন লার্নিং মডেলের মাধ্যমে কাজ করে, যা ফোনটি কিভাবে পরিচালনা করা হচ্ছে তা নিরীক্ষণ করে।

চোর কোনো ব্যক্তির হাত থেকে ফোনটি ছিনিয়ে নিলে, ফোন তা দ্রুত অনুভব করে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যায়। আর একবার লক হয়ে গেলে চোর কোনো ভাবেই ডিভাইসে স্থিত অ্যাপ্লিকেশন, ডেটা বা ব্যক্তিগত তথ্য অ্যাক্সেস করতে পারে না। এছাড়াও, কেও যদি কোনো উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ফোন চুরি করে থাকে, তাহলেও তাদের উদ্দেশ্য সফল হয় না। ফলে চোরদের পক্ষে ফোন চালানো কঠিন হয়ে পড়ে।

অফলাইন ডিভাইস লক ফিচারটি সম্পূর্ণভাবে স্বয়ংক্রিয়, তাই ব্যবহারকারীদের ম্যানুয়ালি এটিকে চালু করার কোনো দরকার নেই। আর এটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে, ডিভাইস চুরি হওয়ার পর যদি এটি চোরের কাছে থাকে, তবুও তারা এটি ব্যবহার করতে পারবে না। এছাড়া, যেহেতু এটি কোনো ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করে না, তাই এই ফিচারটি অফলাইনেও কাজ করতে সক্ষম।

তবে অফলাইন ডিভাইস লক ফিচারের সব থেকে ভালো বিষয় হচ্ছে যে, যদি কোনো চোর ফোনটিকে দীর্ঘ সময় ইন্টারনেট কানেকশন থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে, তাহলে ফোন নিজেই স্ক্রিনটি লক করে দেয়।

এছাড়া ফোন চুরি ঠেকাতে রিমোট লকের মতো ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজের ফোন নম্বর ব্যবহার করে দূরে থাকা ফোনটিকে লক করার সুযোগ পাবেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version