Home খবর কলকাতা প্রবল বৃষ্টিতে পিলারে ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন

প্রবল বৃষ্টিতে পিলারে ফাটল, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন

কবি সুভাষ মেট্রো স্টেশন

কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বড়সড় দুঃসংবাদ। কবি সুভাষ (নিউ গড়িয়া) মেট্রো স্টেশনে পিলারে ফাটল ধরায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল ওই স্টেশন। সোমবার দুপুর থেকে এই সমস্যার সূত্রপাত। মেট্রোর তরফে জানানো হয়েছে, “ইঞ্জিনিয়ারিং সমস্যার কারণে আপাতত কোনও ট্রেন কবি সুভাষ পর্যন্ত পাঠানো সম্ভব নয়।”

জানা গিয়েছে, অতিবৃষ্টির কারণে কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্মের নীচের মাটি বসে গিয়েছে। এর ফলে কংক্রিটের কয়েকটি পিলারে ফাটল দেখা দেয়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই বন্ধ রাখা হয়েছে স্টেশন।

এখন আপ ও ডাউন, উভয় লাইনেই মেট্রো চলবে শুধুমাত্র দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। শহিদ ক্ষুদিরামে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে, কবি সুভাষ পর্যন্ত কোনও যাত্রীবাহী ট্রেন যাচ্ছে না। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে।

সোমবার দুপুর প্রায় ১টা নাগাদ শহিদ ক্ষুদিরাম স্টেশনে একটি কবি সুভাষগামী মেট্রো আচমকাই থেমে যায়। দীর্ঘ সময় পরও পরিষেবা স্বাভাবিক না হওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ ছড়ায়। অফিস ফেরত যাত্রীদের পড়তে হয়েছে তীব্র সমস্যায়।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, “যাত্রীদের সুরক্ষাই আমাদের প্রথম অগ্রাধিকার। সমস্যা সমাধানের কাজ চলছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে ফের পরিষেবা চালু করা হবে।”

এখনও পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা জানানো হয়নি। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে আরপিএফ। স্টেশন চত্বরে চলছে পাহারা।

আরও পড়ুন: বৃষ্টি জারি দক্ষিণবঙ্গে, ভিজবে কলকাতাও ! আট জেলায় ভারী বর্ষণের সতর্কতা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version